কলকাতা: কয়েকদিন থেকেই কলকাতায় টানা বৃষ্টিপাত চলছে । আশেপাশে জেলাগুলিতেও একই অবস্থা । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আকাশে মেঘ সারাদিন । তবে কলকাতাবাসীর জন্য আজ সুখবর । আজ থেকে বৃষ্টি কমার কথা দক্ষিণবঙ্গে । কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর । তবে পশ্চিমের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি বাড়বে । আজ দিনভর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হচ্ছে, নিম্নচাপ ক্রমেই সরছে ঝাড়খণ্ডের দিকে । আজই নিম্নচাপ আরও সরে যাবে ছত্তীসগঢ়ের দিকে । তবে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । কিন্তু উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । এর প্রভাবে আরও প্রায় ১৬ ঘণ্টা বাংলা এবং ওড়িশা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে । অন্যদিকে আজও কলকাতায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ । শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আগামী সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই দিনে ।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমতে পারে । আবার শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে । আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হতে পারে । জারি রয়েছে হলুদ সর্তকতা । বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আজ রাতের দিকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । তবে আগামীকাল থেকে রোদ ওঠার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে । ধীরে ধীরে কমবে বৃষ্টির প্রভাব ও । তবে উত্তর ওআর পশ্চিমে এখনও বেশ কয়েকদিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।