নয়া দিল্লি : নববর্ষ পড়তে না পড়তেই গরমে তটস্থ সারা দেশ।   দেশের বেশিরভাগ জায়গায় বইছে তাপপ্রবাহ।  এপ্রিলে অস্বাভাবিক গরমে নাঝেহাল মানুষ।   ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক সময়ই প্রবেশ করবে দেশে। 


আবহাওয়া দফতর জানিয়েছে, " ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঠিক সময়ই প্রবেশ করবে।" ১৯৭১ থেকে ২০২০ সালের পরিসংখ্যানের উপর ভিত্তি করে আবহাওয়া দফতর জানিয়েছে,  দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আমাদের দেশে যে বৃষ্টিপাত হয়, তার   স্বাভাবিক পরিমাণ ৮৬৮.৬ মিলিমিটার। 


 ভারতের উত্তরাঞ্চল, মধ্য ভারত, হিমালয়ের পাদদেশে এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে, উত্তর-পশ্চিম ভারতের অংশ বিশেষে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে।
গরমে ঝলসে যাচ্ছে দিল্লি। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি।  সেই সঙ্গে বইবে ঝোড়ো বাতাস, পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া অফিস আরও পূর্বাভাস দিয়েছে যে আগামী তিন দিন শহরে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।


বর্ষা  সাধারণত ভারতে ১ জুন শুরু হয় এবং গ্রীষ্মকালীন ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতের বার্ষিক বৃষ্টিপাতের প্রায় ৭০% ই হয় মৌসুমী বায়ুর প্রভাবে।  এটি  কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বর্ষা কৃষি উৎপাদন  বাড়াতে সাহায্য করে এবং গ্রামীণ অর্থনীতির উন্নত করে।


পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট 
 চৈত্রের শেষ লগ্নে প্যাচপ্যাচে গরমে কাবু শহর কলকাতা (Kolkata)। আবহাওয়া দফতর কয়েকদিন ধরে বৃষ্টির সম্ভাবনার (rain Forecast) কথা শোনালেও, বৃষ্টির দেখা নেই। কালবৈশাখীর স্বস্তিও পায়নি শহর। 


নববর্ষে গরম কেমন থাকবে ? 
নববর্ষে দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম (heat Wave) । থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণ বঙ্গের। উত্তরবঙ্গে যদিও  বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।