মুম্বই: আজ বিয়ে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt)। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর আজ তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নানা রীতি রেওয়াজ। সব মিটিয়ে আজ বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। কড়া নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে রণবীর-আলিয়ার বিয়ের নানা অনুষ্ঠান। কোনও ছবি কিংবা ভিডিও যাতে বাইরে না ছড়িয়ে পড়তে পারে, তার জন্য আগত অতিথিদের ফোনের ক্যামেরায় অস্থায়ী স্টিকার লাগিয়ে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে দুই তারকার বিয়ের অনুষ্ঠানের নানা ছবি ও তথ্য প্রকাশ হচ্ছে। সম্প্রতি জানা গিয়েছে, আলিয়া ভট্টের সঙ্গে বিয়ের পরই বিশেষ একটি কাজ করতে চলেছেন রণবীর কপূর।


রণবীর কপূরের সোশ্যাল মিডিয়া ডেবিউ-


অনুরাগীরা সকলেই জানেন, বলিউড অভিনেতা রণবীর কপূর নিজের ব্যক্তিগত জীবন অত্যন্ত গোপনে রাখতে পছন্দ করেন। তাঁর নেই কোনও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। বেশ কিছু ফ্যান ক্লাব থাকলেও ব্যক্তিগতভাবে কোনও সোশ্যাল মিডিয়ায় নেই তিনি। নানা সময়ে নানা সাক্ষাৎকারে এর কারণ জানিয়েছেন তিনি। তবে, সম্প্রতি শোনা যাচ্ছে, আলিয়ার সঙ্গে বিয়ে মিটলেই সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ হতে পারে রণবীর কপূরের। শোনা যাচ্ছে, আলিয়া ভট্টই রণবীরকে রাজি করিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আসার জন্য। বিয়ের পর অনুরাগীদের জন্য সেখানেই দেওয়া হবে বিশেষ ভিডিও বার্তা। তাই এখন দুই তারকার বিয়ের শুভক্ষণের জন্য যেমন অপেক্ষা করছেন অনুরাগীরা, তেমনই রণবীর কপূরের সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশের জন্যও অপেক্ষায় তাঁরা।


আরও পড়ুন - Ranbir-Alia Marriage: রণবীর-আলিয়ার বিয়ের প্রাক্কালে বিশেষ বার্তা অমিতাভ বচ্চনের


প্রসঙ্গত, বুধবার রণবীরের মা নীতু কপূর, দিদি ঋদ্ধিমা কপূর, করিনা কপূর খান, করিশ্মা কপূর, আলিয়ার দিদি পূজা ভট্ট, বাবা মহেশ ভট্ট ছাড়াও অয়ন মুখোপাধ্যায়, আদর জৈন, কর্ণ জোহর সহ রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরাও যোগ দেন প্রি-ওয়েডিং অনুষ্ঠানে। রণবীর-আলিয়ার বিয়ের আগে এদিনই সোশাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে তাঁদের অনস্ক্রিন রোম্যান্সের ভিডিও। হবু দম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে বুধবার সকালেই ‘ব্রহ্মাস্ত্র-পার্ট ওয়ান’-এর একটি গানের দৃশ্য পোস্ট করেন নির্মাতারা।