কলকাতা: রাজভবনে মহিলা কর্মচারীকে শ্লীলতাহানির অভিযোগের তদন্তে এবার তলবের পথে লালবাজার। আজই রাজভবনের তিন কর্মচারীকে নোটিস দিয়ে ডাকবে লালবাজার। আগামী সোম বা মঙ্গলবার এই তিন কর্মচারীকে লালবাজার ডেকে পাঠাতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় অভিযুক্ত হিসেবেই এই তিনজনকে তলব করা হচ্ছে। ইতিমধ্যেই অভিযোগকারিণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। (Raj Bhavan Controversy)


রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেই কর্মরত এক অস্থায়ী মহিলা কর্মী। কিন্তু ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির পাশাপাশি, রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অনুমতি নেই। যে কারণে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হলেও, রাজ্যপালের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে বলেও জানা গিয়েছিল এর আগে। এবার রাজভবনের কর্মীদের তলব করা হতে পারে বলে জানা গেল।


এর আগে, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে লালবাজার। সরকারি কর্মীকে নিগ্রহ এবং জোর করে আটকে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজভবনের এক মহিলা কর্মীও। যেদিন হেনস্থার শিকার হন অভিযোগকারিণী, সেই দিন তাঁকে রাজভবন থেকে বেরোতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে ওই তিন জনের বিরুদ্ধে। এই মামলায় শুক্রবারই অভিযোগকারিণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। 


আরও পড়ুন: I.N.D.I.A Alliance: ‘অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, না পোষালে বেরিয়ে যেতে পারেন’, মমতার সঙ্গে বিরোধ নিয়ে কড়া বার্তা খড়্গের


রাজভবন যদিও গোড়া থেকেই শ্লীলতাহানির অভিযোহ অস্বীকার করে আসছে। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন বোসও। অভিযোগকারিণী যেদিন শ্লীলতাহানির অভিযোগ তোলেন, সেই দিনের একটি সিসিটিভি ফুটেজও রাজভবনে দেখান তিনি, যাতে রাজভবনের বাইরের অংশই ক্যামেরাবন্দি হয়েছে এবং তাতে অভিযোগকারিণীকে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখা গিয়েছে রাজভবনের ওসি-র ঘরে। 


রাজভবনের করিডরের ভিডিও সামনে আনা হল না কেন, কনফারেন্স রুম থেকে তিনি যে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছিলেন, সেই ফুটেজ কোথায়, প্রশ্ন তোলেন অভিযোগকারিণী। সেই আবহে রাজ্যপালের বিরুদ্ধে পুরনো একটি অভিযোগ নিয়েও সক্রিয় হয়েছে লালবাজার। গত বছর দিল্লির হোটেলে রাজ্যপাল তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ তুলেছিলেন এক নৃত্যশিল্পী। সেই তদন্তের রিপোর্ট সম্প্রতি নবান্নে জমা দেওয়া হয়েছে।