D.El.Ed Course: ডিএলএড কোর্সে ভর্তি হতে চান ? বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের- কীভাবে আবেদন ? কারা যোগ্য ?

WBBPE D.El.Ed: ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (NCTE) এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদনে স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ডিএলএড কোর্সটি করতে পারবেন আপনি।

Continues below advertisement

কলকাতা: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার থেকে শুরু হল ২০২৪-২৬ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে (D.El.Ed Admission) ভর্তির প্রক্রিয়া। ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তির জন্য অনলাইনেই আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। বৃহস্পতিবার ১৬ মে এই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। মূলত প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত ব্যক্তি শিক্ষকতা করতে চান, তাঁদের জন্য যোগ্যতা নির্ণায়ক ডিগ্রি হল এই ডিএলএড। দু-বছরের এই কোর্স করা থাকলে তবেই প্রাথমিকে শিক্ষকতার সুযোগ মেলে।

Continues below advertisement

কতদিন পর্যন্ত চলবে আবেদন

ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (NCTE) এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদনে স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ডিএলএড কোর্সটি করতে পারবেন আপনি। ১৬ মে থেকে শুরু হয়ে গিয়েছে এই কোর্সে ভর্তির (D.El.Ed Admission) আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। তারপর আগামী ৮ জুলাই থেকে শুরু হবে ডিএলএডের ক্লাস।

কী যোগ্যতা লাগবে

ডিএলএড কোর্সে ভর্তির জন্য NCTE-র নিয়ম অনুযায়ী দ্বাদশ শ্রেণির পরীক্ষা তথা উচ্চ মাধ্যমিকে প্রার্থীকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। অন্যদিকে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য। SC/ST/OBC-A/OBC-B/EWS/EX-Serviceman প্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর পেলেই আবেদন করা যাবে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (D.El.Ed Admission) যে সেরা পাঁচটি বিষয়ের নম্বর তোলা হয়েছে মার্কশিটে তাঁর উপর ভিত্তি করেই ভর্তি নেওয়া হবে প্রার্থীদের। ইভিএস বা পরিবেশবিদ্যার নম্বর গ্রাহ্য করা হবে না।   

আসন সংরক্ষণ

NCTE-র অধীনস্থ সমস্ত কলেজগুলিতে ৪ শতাংশ আসন সংরক্ষিত রাখা থাকবে উচ্চমাধ্যমিকে ভোকেশনাল কোর্স পাশ করেছে যারা, সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য। অন্যদিকে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা ২০০১ সালের ৩ সেপ্টেম্বরের আগে চাকরি পেয়েছেন কোনও প্রাথমিক বিদ্যালয়ে, তাঁদের জন্য ডিএলএডের আসন সংরক্ষিত রাখা হবে মাত্র ৫টা।

কীভাবে আবেদন

ডিএলএড কোর্যসে ভর্তি হওয়ার জন্য https://www.wbbprimaryeducation.org/ ওয়েবসাইটে গিয়েই অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।  

আবেদনের ফি

ডিএলএড কোর্সে ভর্তির জন্য আবেদন ফি হিসেবে অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ১০০০ টাকা এবং ওবিসি প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা। অন্যদিকে SC/ST বা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য দিতে হবে ৫০০ টাকা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola