কলকাতা: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে জোড়াফুল শিবিরে ফিরলেন অর্জুন সিংহ (Arjun Singh)। এ দিন ক্যামাক স্ট্রিটে সমন্বয় বৈঠক শেষে পুরনো দলে ফেরেন তিনি। তার পর সংবাদিক বৈঠক করেন। সেখানে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে এখনও সাক্ষাৎ হয়নি তাঁর। বাংলায় সবকিছুই মুখ্যমন্ত্রীর নির্দেশে করেন তাঁরা। তিনি ডাকলেই দেখা করতে যাবেন। তৃণমূলে (TMC) ফিরেই জানিয়ে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। তাঁর বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলাম। যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরের ফিরে এসেছি। আগে ভুল বোঝাবুঝির জেরে দল ছেড়ে বিজেপি-তে যোগদান করি।" অর্জুন সিংহের তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে কী বললেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)?
অর্জুন সিংহের তৃণমূলে ফেরা প্রসঙ্গে রাজ চক্রবর্তী-
এদিন বিজেপি ছেড়ে অর্জুন সিংহ তৃণমূলে ফেরার পরই নিজের প্রতিক্রিয়া দেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি বলেন, 'দেখুন আমি ব্যারাকপুরের বিধায়ক। এবং অর্জুন সিংহ ব্যারাকপুরের সাংসদ। আমার মনে হয় আমরা দুজনে মিলে বা আমরা সকলে মিলে সাংগঠনিকভাবে মানুষের জন্য কাজ করব। আমাদের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত ওঁকে দলে ফেরত নেওয়া। আমি মনে করি যেই আসুক যেই যাক প্রধান কাজ হল মানুষকে পরিষেবা দেওয়া মানুষের জন্য কাজ করা।'
প্রসঙ্গত, এ দিন বিজেপি নেতৃত্বকেও একহাত নেন অর্জুন সিংহ। বলেন, "দেশের অন্য রাজ্যের থেকে বাংলার রাজনীতি আলাদা। বাংলায় বিজেপি, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে ফেসবুক, হোয়াটস্অ্যাপের মাধ্যমে রাজনীতি করছে। বাংলা এবং বাংলার বাইরের ভোটের লড়াইয়ে অনেক পার্থক্য। খুব শীঘ্রই মমতার নেতৃত্বে দেশে বড় লড়াই হতে চলেছে।" তিনি জানিয়েছেন, তাঁর সংসদীয় এলাকায় পাটশিল্প বঞ্চিত হচ্ছে। সেই বিষয় নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর কাছে দরবার করেছিলেন তিনি। পাটশিল্পের পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সেই খবর পেয়েই তিনি পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের বিরুদ্ধে লড়াই শুরু করেন। এখনও পর্যন্ত সামান্য কিছু আদায় হয়েছে, ৭৫ শতাংশ বাকি রয়েছে এখনও।