সৌভিক মজুমদার, কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলায় ক্ষমা চাইলেন তৎকালীন রাজীব সিন্হা। হলফনামা জমা দিয়ে বললেন 'অনিচ্ছাকৃত কোনও ভুল হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী'। হলফনামা খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত, জানালেন প্রধান বিচারপতি । ২৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা। পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মেটেনি। কোথাও উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা গেছে। কোথাও মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে। অন্যথা হয়নি ভোটের দিনও। সেই একই ট্রেন্ড বজায় রেখে ভোট গণনার দিন সকাল থেকেও দিকে দিকে ফের অশান্তির ঘটনা ঘটে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরুর দিন থেকে ভোট মেটার পর এখনও অবধি, হিংসার বলি হয়েছেন বহু মানুষ।
আর তাতেই বার বার প্রশ্নের মুখে পড়েছে, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার ভূমিকা। পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দাবি করে, আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। হাইকোর্ট জানিয়ে দেয়, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হবে পঞ্চায়েত ভোট। এরপর, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত রায়ের অংশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। প্রথমে কলকাতা হাইকোর্টের নির্দেশ মানার কথা বলা হলেও, পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে রাজ্য নির্বাচন কমিশন। এরপরই, হাইকোর্টের নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। এই মামলায়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট ।
এরপরই পঞ্চায়েত ভোটে তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগে মামলা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদালত অবমাননার রুল জারি করে রাজীব সিন্হাকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। আদালত অবমাননার মামলায় এদিন ক্ষমা চাইলেন রাজীব সিন্হা। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, 'অনিচ্ছাকৃত কোনও ভুল হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।' এদিন বিচারপতি প্রশ্ন করেন 'হলফনামায় কী লিখেছেন?' তাতে রাজীব সিন্হা জানান, 'আদালতের সব নির্দেশ মেনেছি। কোনও ভুল হয়নি , আদালত অবমাননা হয়নি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: কলকাতা পুলিশের হাতে এল ভাঙড়, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী