গৌতম মণ্ডল, গঙ্গাসাগর: ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার (Ram Lalla) প্রতিষ্ঠা ও রাম মন্দিরের (Ram Mandir Inauguration) উদ্বোধন। আর সেই অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে উন্মাদনা এখন তুঙ্গে। এবার রাম মন্দির উদ্বোধনের নিমন্ত্রণ ও প্রসাদী চাল এসে পৌঁছল এ রাজ্যের অন্যতম পুণ্যভূমি গঙ্গাসাগরের সাধুদের কাছে।
৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। এই পুণ্যতিথি ঘিরে সারা দেশ থেকে ভক্তরা এসে পৌঁছন এখানে। এসে পৌঁছন বহু সাধু-সন্ত। ইতিমধ্যেই মেলায় পৌঁছে গিয়েছেন সাধুদের দল। কপিলমুনি মন্দিরের পাশে স্থায়ী আখড়াতে বসে পড়েছেন নাগা সাধুরা। এরই মধ্যে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে ওই দিন। দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী অযোধ্যায় উপস্থিত থাকবেন। সেই দিনে অযোধ্যায় উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ পৌঁছে গেল গঙ্গাসাগর মেলায় আসা নাগাসাধুদের কাছেও। নিমন্ত্রণপত্রের পাশাপাশি পৌঁছেছে অযোধ্যার (Ayodhya Ram Mandir) প্রসাদী চাল। এই নিমন্ত্রণ পেয়ে খুশি সাধু-সন্তদের দল। গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) শেষ হবে ১৭ জানুয়ারি। ওইদিনই অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবেন তাঁরা।
কামাখ্যা (Kamakhya) থেকে এসেছেন নাগা সন্ন্যাসী অচিন্ত্যপুরী। তিনি সাইকেলে গঙ্গাসাগরে এসেছেন। তাঁর কাছে এসে পৌঁছেছে রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণপত্র এবং প্রসাদী চাল। তিনি সাইকেলেই অযোধ্যা যাবেন বলে জানালেন। বললেন, '১৫-১৬ তারিখ বেরবো, সাইকেল নিয়েই যাব। ২১ তারিখ নাগাদ পৌঁছে যাব। আমরা খুশি।' নিমন্ত্রণপত্র পেয়েছেন সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরির কাছেও। তবে এবার যেতে পারবেন না তিনি। বললেন, 'এখন খুব ভিড় হবে তাই যেতে পারব না, তবে পরে নিশ্চয়ই দর্শন করার জন্য যাব।'
২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হবে এবং তার সঙ্গেই রাম মন্দিরের উদ্বোধনও হবে। এই উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশ থেকে বহু অতিথি এসে পৌঁছবেন অযোধ্যায়। বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামা একাধিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে অভিনেতা রজনীকান্তকে। দক্ষিণী তারকাদের মধ্যে মোহনলাল, ধনুশ, চিরঞ্জীবি আমন্ত্রিত হয়েছেন। অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, পরিচালক রাজকুমার হীরানি, সঞ্জয়লীলা বনসালি, রোহিত শেট্টিকেও আমন্ত্রণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও উপস্থিত থাকবেন সেদিনের অনুষ্ঠানে।
আরও পড়ুন: অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ রাজনীকান্তকে, বিনোদন জগতের আর কারা ?