কলকাতা: হাসপাতালের ICU-পরিষেবা নিয়ে নয়া গাইডলাইন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। তাতে বলা হয়েছে, রোগীর নিজের বা তাঁর পরিবার এবং পরিজনের অনুমতি ছাড়া রোগীকে ICU-তে ভর্তি করা যাবে না। ICU-এর চিকিৎসকদের স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। স্নাতকোত্তর ডিগ্রি না থাকলে নূন্যতম তিন বছর ICU-তে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।  ICU-তে রাখতে হবে ইন্টারনাল মেডিসিন, অ্যানাস্থেটিস্ট, ফুসফুস বিশেষজ্ঞ। এছাড়া শল্য চিকিৎসক (সার্জন) এবং এমার্জেন্সি বিশেষজ্ঞ চিকিৎসকও রাখতে হবে। (Health Ministry Guidelines)


বিভিন্ন ক্ষেত্রের ২৪ বিশেষজ্ঞ চিকিৎসকের দল এই নির্দেশিকা তৈরি করেছে বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে। ২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকের ওই দলে রয়েছেন দুবাই, কানাডার চিকিৎসকেরাও, রয়েছেন বাংলার দুই চিকিৎসকও।  নির্দেশিকায় আরও বলা হয়, কোনও রোগীর যদি অর্গান ফেলিওর হয়ে থাকে বা ফেলিওর হওয়ার আশঙ্কা থাকে অথবা পরিস্থিতির অবনতি হয়, তাহলে ICU-তে ভর্তি করা যাবে তাঁকে। (ICU Guidelines)


ICU-কে রোগীকে নিয়ে যাওয়ার আগে তাঁর রক্তচাপ, হৃদস্পন্দন, শ্বাসপ্রশ্বাসের হার, শ্বাস নেওয়ার ধরন, অক্সিজেনের মাত্রায় ওঠানামা, প্রস্রাব নির্গমন, স্নায়বিক অবস্থার উপর নজরদারি চালানো যেমন জরুরি, তেমন অন্য মাপকাঠিগুলিও নজরে রাখতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, বেশ কিছু রোগের চিকিৎসায় নানা সীমাবদ্ধতাও থাকে। সে ক্ষেত্রেও রোগীকে ICU-তে রাখা যাবে না বলে জানানো হয়েছে।  


আরও পড়ুন: Mahua Moitra: সংসদ থেকে মহুয়াকে বহিষ্কারে লোকসভার সেক্রেটারি জেনারেলের জবাব তলব সুপ্রিম কোর্টের


কোন কোন চিকিৎসা পদ্ধতিতে আপত্তি, সেই নিয়ে জীবিতকালেই উইল বানিয়ে নিতে পারেন রোগী। সেই রকম কোনও উইলে যদি ICU নিয়ে আপত্তির কথা লেখা থাকে, তাহলে সেই রোগীকেও ICU-তে রাখা যাবে না। গুরুতর অসুখে আক্রান্ত রোগী, চিকিৎসায়ও যাঁদের সেরে ওঠার আশা নেই, তাঁদেরকেও ICU-তে রাখতে পারবে না হাসপাতালগুলি। অতিমারি বা বিপর্যয়ের পরিস্থিতি দেখা দিলে, কারও অবস্থা যতি ততটা মারাত্মক না হয় এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে, সেক্ষেত্রেও ICU-তে রোগী ভর্তি করা উচিত নয় বলে জানিয়েছে কেন্দ্র।


ICU থেকে রোগীকে ছাড়ার ক্ষেত্রেও কিছু নিয়ম-নীতি বেঁধে দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, শারীরিক ভাবে রোগীর অবস্থা যদি স্বাভাবিক হয় বা স্বাভাবিক হওয়ার দিকে এগোয়, যে অবস্থায় ভর্তি হয়েছিলেন, তা নিয়ে উদ্বেগের যদি আর কারণ না থাকে, সেই অবস্থায় যদি  রোগী এবং তাঁর পরিবারের লোকজন যদি ICU ছাড়তে রাজি হন, তবেই রোগীকে ICU থেকে ছাড়া যাবে।