অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: রাম মন্দিরে (Ram Mandir) শুরু হয়েছে রাগ সেবা। শাস্ত্রীয় আচার মেনে ৪৫ দিন ধরে চলবে প্রভু রামের আরাধনা। মন্দিরের গর্ভগৃহে রামলালার সামনে সঙ্গীত পরিবেশন করবেন বাংলার পূর্ণদাস বাউল।


সঙ্গীত পরিবেশন করবেন বাংলার শিল্পী: ভারততীর্থের নতুন ডেস্টিনেশন এখন অযোধ্যা। রাম মন্দির উদ্বোধনের আগে থেকেই সরযূপাড়ের শহরে দলে দলে ভিড় করেছেন ভক্তরা। পাঁচ বছরের রামলালার জন্য আসছে নিত্য নতুন উপহার। যত আয়োজন এখন তাঁকে ঘিরেই। ২৬ জানুয়ারি থেকে রাম মন্দিরে শুরু হয়েছে রাগ সেবা। শাস্ত্রীয় আচার মেনে ৪৫ দিন ধরে মন্দিরের গর্ভগৃহে নৃত্য-গানের মাধ্যমে চলবে প্রভু রামের আরাধনা। সেখানে হেমা মালিনী, অনুরাধা পড়োয়াল থেকে শুরু করে এবছর পদ্ম পুরস্কার প্রাপ্ত পদ্মা সুব্রহ্মণ্যম, বৈজয়ন্তীমালা-র পাশাপাশি ডাক পেয়েছেন বাংলার পূর্ণদাস বাউল। ১ ফেব্রুয়ারি শিল্পী পূর্ণদাস বাউলের সুরের মূর্ছনায় ভাসবে রাম মন্দির। এবিষয়ে সঙ্গীতশিল্পী জানিয়েছেন, “১ তারিখ থেকে অনুষ্ঠান করার কথা। খুব খুশি। আনন্দ হচ্ছে। বাউল অবেহলিত, গ্রামে গ্রামে ঘুরত। তাঁদের কথা চিন্তা করেছেন, তাই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’’


এদিকে অযোধ্যার রাম মন্দিরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে রামলালা দর্শন। প্রতিদিনই বাড়ছে পুণ্যার্থীদের ভিড়। রাম ভক্তদের ভিড়ে গত মঙ্গলবার চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল অযোধ্যায়। নদীর বুকে সলুইস গেট খুললে যেমন দেখা দেখা যায়, ভক্তদের বাঁধভাঙা ভিড়ে ঠিক সেরকম ছবি ধরা পড়ে অযোধ্যায়। ব্য়ারিকেড ভেঙে এগনো সেই জনস্রোত সামাল দিতে গিয়ে নাকানি চোবানি খেতে হয় পুলিশ প্রশাসনকে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারপর থেকেই সতর্ক প্রশাসন। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিমুহূর্তের আপডেট নিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দর্শনপর্বে পদপিষ্টের মতো ঘটনা যাতে না ঘটে, তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে গর্ভগৃহে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের মুখ্যসচিব সঞ্জয় প্রসাদ এবং আইজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমারকে গোটা বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। সেইমতো রাম মন্দির চত্বরে থেকে সমগ্র বিষয়টি পরিচালনা করছেন তাঁরা। দর্শন প্রক্রিয়া সুষঠুভাবে সারতে চ্যানেল তৈরি করা হয়েছে। RAF-এর ডেপুটি কমান্ডান্ট জানিয়েছেন, রাম মন্দিরের ভিতরে ও বাইরে মিলিয়ে প্রায় এক হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Bharat Jodo Nyay Yatra: বাংলায় রাহুল গাঁধীর ন্যায় যাত্রায় CPM, মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিশেষ আমন্ত্রণ কংগ্রেসের