শিবাশিস মৌলিক, কলকাতা: শিলিগুড়ির পর বাকি পথেও বাংলায় রাহুল গাঁধীর ন্যায় যাত্রায় (Bharat Jodo Nyay Yatra) থাকছে সিপিএম। শিলিগুড়িতে যোগ দিয়েছিলেন জীবেশ সরকার। চোপড়ায় স্থানীয় নেতৃত্ব থাকলেও ভারত জোড়ো ন্যায় যাত্রাকে গুরুত্ব দিয়ে মালদা, মুর্শিদাবাদে থাকছেন সিপিএম নেতৃত্বরা। এই ন্যায় যাত্রায় সামিল হওয়ার জন্য DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।
মীনাক্ষীকে বিশেষ আমন্ত্রণ: দু’দিনের বিরতির পর, রবিবার বঙ্গে ফের ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিয়েছেন রাহুল গাঁধী। আর আসন সমঝোতা নিয়ে তৃণমূল ও কংগ্রেস মধ্যে টানাপোড়েনের মধ্যেই, বাংলাকে পথ দেখানোর আহ্বান জানালেন কংগ্রেস সাংসদ। এদিন কখনও হুড খোলা গাড়িতে। কখনও বাসে করে জনসংযোগ সারতে দেখা গেল রাহুল গাঁধীকে। এদিন, শিলিগুড়ির হিলকার্ট রোডে ভারত জোড়ো ন্য়ায় যাত্রার সঙ্গে জুড়ে যায় বামেরা। মিছিলে অংশ নেন সিপিএম, সিপিআই সমর্থকরা। মালদায় থাকছেন সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষরা। মুর্শিদাবাদে অধীর চৌধুরীর জেলায় থাকছেন খোদ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মীনাক্ষী মুখোপাধ্যায়কে ভারত জোড়ো ন্যায় যাত্রায় থাকতে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস।
এদিন সকালে, জলপাইগুড়ির পাহাড়পুর মোড় থেকে শুরু হয় রাহুলের যাত্রা। হুড খোলা গাড়িতে চেপে জনসংযোগ করেন তিনি। গাড়িতে বেশ কিছুটা পথ রাহুলের সঙ্গী ছিলেন অধীর চৌধুরী, সামিল হন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও। এদিন রাহুল গাঁধী বলেন, “বাংলা একটা বিশেষ জায়গা। ব্রিটিশদের বিরুদ্ধে যে আদর্শগত লড়াই, তা শুরু হয়েছিল বাংলা থেকেই। আপনি বাঙালি, দেশকে রাস্তা দেখানো আপনার কর্তব্য়। রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন, সুভাষচন্দ্র বোস করেছিলেন, বিবেকানন্দ করেছিলেন। আপনাদের মধ্য়ে সেই ক্ষমতা আছে। আপনারা যদি রাস্তা দেখানোর কাজ না করেন, দেশ আপনাকে ক্ষমা করবে না। এই আগুন বাংলার প্রত্য়েক ব্য়ক্তির মধ্য়ে আছে।’’
লোকসভা ভোটের আগে, ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্য়ায়, ভারত জোড়ো ন্য়ায় যাত্রা কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। মণিপুর থেকে শুরু হওয়া সেই ন্য়ায়যাত্রা, নাগাল্য়ান্ড, অসম, মেঘালয় ঘুরে, এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে। এই ন্য়ায় যাত্রা আগাগোড়া রাহুলের নিশানায় ছিল কেন্দ্রের বিজেপি সরকার। রবিবার রাতে উত্তর দিনাজপুরের সোনাপুরে, মহানন্দা ব্রিজের কাছে শিবিরে রাতে থাকবেন রাহুল। সোমবার চোপড়া থেকে শুরু হবে কংগ্রেসের কর্মসূচি। এদিনই বাংলা থেকে বিহারে প্রবেশ করবে ন্য়ায়যাত্রা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Calcutta Medical College: রাজ্যের চিকিৎসায় গলদ! উদ্বেগ প্রকাশ খোদ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার