কলকাতা: রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর (Ram Navami) মিছিল ঘিরে অশান্তি। এই ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। NIA তদন্তের দাবি জানিয়েছেন তিনি। রাজ্যপালের হস্তক্ষেপের দাবিও করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
রামনবমীর মিছিল ঘিরে অশান্তি: এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যে দুষ্কৃতীরা আশ্বাস পেয়েছিল যে, আইনরক্ষকদের হাত বেঁধে দেওয়া হয়েছে। ফলে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। এর NIA তদন্ত হওয়া উচিত। শুভেন্দুর পোস্টে লেখেন, রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখে রামনবমীর মিছিলে হামলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার কথা জানিয়ে তাঁর হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছি। একইসঙ্গে নির্বাচন কমিশনের কাছেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বলে পোস্টে উল্লেখ শুভেন্দু অধিকারীর।
গতকাল মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলে বোমাবাজির ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজন আহত হন। একাধিক দোকান ও বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীও আসে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করে বিজেপি। NIA-তদন্তের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। যদিও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের দাবি তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পূর্ব মেদিনীপুরের এগরায় রাম নবমীর মিছিল ঘিরে অশান্তি হয়। ইটবৃষ্টিতে জখম চারজন। গতকাল রাতে এগরার কলেজ মোড়ের কাছে রাম নবমীর শোভাযাত্রা পৌঁছলে তৃণমূলের লোকজন ইট ছুড়তে শুরু করে বলে বিজেপির অভিযোগ। সেখানে পৌঁছে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশ বেছে বেছে বিজেপি কর্মী, সমর্থকদের আটক করছে বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা। এই ঘটনায় চার বিজেপি কর্মীকে আটক করেছে এগরা থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।