শিলিগুড়ি: শালুগাড়ার পর এবার মাটিগাড়া, ফের রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। মুখ্যমন্ত্রীর কাছে জমি উদ্ধারের আর্জি রামকৃষ্ণ মঠ ও মিশনের। শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় প্রায় ১০ একর জমি রয়েছে মিশনের। মাটিগাড়ায় মিশনের জমি দখলের অভিযোগ।জাল দলিল বানিয়ে মিউটেশনও করে ফেলেছেন দখলদারেরা, অভিযোগ মিশন কর্তৃপক্ষের। শিলিগুড়ির মেয়রের সঙ্গে দেখা করে পদক্ষেপের আর্জি মিশনের। ১৯ মে শালুগাড়ায় মিশনের জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠে। শালুগাড়ার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
ফের রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। জমি দখল করার জন্য তৈরি করা হয়েছে জাল দলিল। সেই দলিলের ভিত্তিতে করা হয়েছে মিউটেশন। এবার শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় উঠল রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। মুখ্যমন্ত্রীর কাছে জমি উদ্ধারের আর্জি জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। মাটিগাড়া সাহুডাঙি রামকৃষ্ণ মিশনের ইনচার্জ বিনয় মহরাজ বলেন,' মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে, আমাদের জমিটা যদি আমরা ফেরত পাই, তাহলে আমাদের... আশ্রমতো তো সবার, মানুষের সেবার জন্য। তাহলে মানুষের সেবার জন্য আমরা ভালভাবে ব্যবহার করতে পারব আর কী..।'শালুগাড়ার পর এবার মাটিগাড়া।
শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় প্রায় ১০ একর জমি রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের।মিশন সূত্রে খবর, ১৯৭৬ সালে সেই জমির একাংশ কেনা হয় এবং বাকি অংশ দান করেন বিনয় দত্ত নামে এক ব্যক্তি। সেই জমিই জবরদখল হয়ে গিয়েছে। অভিযোগ, জাল দলিল বানিয়ে মিউটেশনও করে ফেলেছেন দখলদারেরা। বিনয় মহরাজ আরও বলেন,যারা বসে আছে, তারা জাল দলিল বের করে নিজেদের নামে মিউটেশন করে নিয়েছে। কিন্তু আসল দলির আমাদের কাছেই আছে। আমরা চাইছি যে, জমিটা আমরা যদি ফেরত পাই তাহলে। জমিদাতা বিনয় দত্তর ছেলে বেদব্রত দত্ত বলেছেন, ওই জমি, বহুবার, বহুভাবে হাত বদল এবং নানা রকমের জাল কাগজ, সেই কাগজের ভিত্তিতে মিউটেশন ইত্যাদীর ওখানে একটা বড় কারবার হয়েছে। কিছুদিন আগেই জমি জবরদখলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, প্রবল বর্ষণে ফের নামল ধস ! কালিম্পঙে অবরুদ্ধ জাতীয় সড়ক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'যদি আমি দেখি কোথাও দখলদারি হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? মুখ্যসচিবকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম, শ্যাম, যদু, মধু , যেই হোক, আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না।' এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর কাছে জমি ফেরতের আর্জি জানিয়েছে রামকৃষ্ণ মিশন। এনিয়ে এদিন শিলিগুড়ির মেয়রের সঙ্গে দেখা করেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।