কলকাতা: ক্রিকেট মাঠে তাঁকে শেষবার দেখা গিয়েছিল গত বছরের ১৯ নভেম্বর। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে হেরে গিয়েছিল ভারত। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছিল টিম ইন্ডিয়ার (Team India)।
বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন টুর্নামেন্টের। যদিও গোড়ালির চোট নিয়েই খেলতে হয়েছে তাঁকে। দেশের স্বার্থে ব্যথা উপেক্ষা করেই বল করে গিয়েছিলেন। বিশ্বকাপের পর তিনি মাঠের বাইরে চলে যান। গোড়ালির চিকিৎসা শুরু হয়। কিন্তু তাতে লাভ হয়নি। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয় মহম্মদ শামিকে। গোড়ালির অস্ত্রোপচারের পর বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে চলে যান। আপাতত রিহ্যাবিলিটেশন চলছে ডানহাতি পেসারের।
কবে মাঠে ফিরবেন? ফের কবে বল হাতে রান আপ ধরে দৌড়ে আসতে দেখা যাবে শামিকে? নিজেই ইঙ্গিত দিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শামি। একদিনের জন্য কলকাতায় এসেছিলেন তিনি। ইস্টবেঙ্গল ক্লাব তাঁকে বাংলার গর্ব সম্মানে ভূষিত করল। ১ অগাস্ট, বৃহস্পতিবার ছিল ইস্টবেঙ্গল দিবস। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিশেষ এই দিনে বিশেষ স্বীকৃতি দেওয়া হল শামিকে। সেখানেই শামি বলেন, 'মাঠে ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। ফের চোট লেগে যাক, সেটা একেবারেই কাম্য নয়। আমি রিহ্যাব করছি। ট্রেনার ও ফিজিওর পরিচর্যায় রয়েছি। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে মাঠে ফিরছি। তবে কবে ফের খেলতে দেখা যাবে, সেটা নিয়ে এখনই বলার সময় আসেনি। দ্রুত ফিরব। তবে আবারও জানাচ্ছি, কোনও হঠকারিতা করে মাঠে নামতে চাই না।'
ভক্তরা যদিও আশ্বস্ব হতে পারেন একটা ছবি দেখে। যা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন শামি নিজেই। নেটে বল করতে দেখা গিয়েছিল বিশ্বের অন্যতম সেরা পেসারকে। যদিও ছোট রান আপ নিয়ে, গতি কমিয়ে বল করছিলেন। তবে সেই ভিডিওতে স্পষ্ট ইঙ্গিত ছিল, দ্রুতই ফিরবেন শামি।
আসন্ন রঞ্জি ট্রফিতে ফের বাংলার জার্সিতেও দেখা যেতে পারে শামিকে। তিনি বলেছেন, 'বাংলার হয়ে আসন্ন রঞ্জি ট্রফিতে খেলার ইচ্ছে রয়েছে।' ময়দানে খেলেন মোহনবাগান ক্লাবে। তবে ইস্টবেঙ্গলের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। শামি ভেবে জানাবেন বলে কথা দিয়েছে। শামির কথায়, 'আমার জন্ম উত্তর প্রদেশে হলে বাংলায় বেড়ে ওঠা। আমি বাংলারই ক্রিকেটার।'
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের ৫ লক্ষ টাকা ফেরালেন সৌরভ, আইপিএলের মেগা নিলামের পক্ষে মহারাজ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।