আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : গত পয়লা মার্চ বেঙ্গালুরুর ব্রুকফিল্ডে ITPL রোড লাগোয়া রামেশ্বরম ক্যাফেতে ইমপ্রোভাইজড্ এক্সপ্লোসিভ ডিভাইস বা IED বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ৩ মার্চ বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডের তদন্তভার হাতে নিয়েছিল NIA।  আব্দুল মথিন আহমেদ ত্বহা ও মুসাভির হুসেন শাজিব তখন থেকে পলাতক ছিল। নিখোঁজ দুই সন্দেহভাজন জঙ্গির নামেই ১০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা NIA। তার পরিণাম পাওয়া গেল শুক্রবার। ধৃতের মধ্য়ে একজন রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড বলে কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থা সূত্রে দাবি। ধৃতদের কাছ থেকে প্রচুর ইলেকট্রনিক গেজেট, ল্য়াপটপ ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে।


বেঙ্গালুরুতে বিস্ফোরণে বাংলা থেকে গ্রেফতার হল ২ সন্দেহভাজন। তাও আবার পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটনকেন্দ্র থেকে।  NIA, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ও রাজ্য পুলিশের যৌথ অভিযান চালিয়ে জালে ফেলল দুই সন্দেহভাজন জঙ্গিকে। অবাক করা বিষয় হল, বেঙ্গালুরু থেকে টনায় সেখান থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দূর থেকে মিলল সন্ধান। 


নজরদারি এড়িয়ে কীভাবে সৈকত শহরে আস্তানা গেড়ে বসেছিল সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা?  বেঙ্গালুরুর রামেশ্বরম কাফেতে বিস্ফোরণে কীভাবে বাংলা যোগ? এনআইএ সূত্রে দাবি, রামেশ্বরম কাফেতে বিস্ফোরণ  ঘটিয়েই পশ্চিমবঙ্গে চলে আসে ধৃত মুসাভির হুসেন শাজিব ও আবদুল মাথিন আহমেদ ত্বহা। ২৮ দিন ধরে রাজ্য়ের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে তারা। তারই মধ্যে ধৃত মুসাভির হুসেন শাজিব মহম্মদ জুনের শাজিব নামে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল। আবদুল মাথিন আহমেদ ত্বহা বিগনেস ওরফে সুমিত নামে ভুয়ো আধার কার্ডও বানিয়েছিল।  দু-তিন দিন আগে অন্য় নাম ব্য়বহার করে নিউ দিঘার একটি হোটেলে ওঠে দুই সন্দেহভাজন। সূত্রের খবর, তাদের ধরতে রাজ্য় পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে যোগাযোগ করে এনআইএ। পরিকল্পনা মতো বৃহস্পতিবার গভীর রাতে হোটেলে হানা দিয়ে দু'জনকে গ্রেফতার করা হয়। প্রথমে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়নি। একেবারে শেষ মুহূর্তে স্থানীয় থানাকে জানানো হয়। ধৃতরা যাতে সতর্ক না হয়ে যায় তার জন্য় পুলিশকে সাদা পোশাকে দূর থেকে নজর রাখতে বলা হয়।


সূত্রের খবর, আবদুল মাথিন আহমেদ ত্বহা কর্ণাটকের আইএসআইএস-এর সদস্য ! এভাবে বাংলায় এসে আশ্রয় নেওয়ায় রাজ্যের বিরোধী দলগুলি আক্রমণ শানিয়েছে শাসক দলের বিরুদ্ধে। এই নিয়ে তুঙ্গে বিজেপি  - তৃণমূল তরজা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল, হুগলিতে ফের ধোঁওয়া দেখালেন রচনা