হুগলি: হুগলিতে ফের ধোঁওয়া দেখালেন রচনা (Rachana Banerjee)। এবার প্রমাণ দিতে চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল তৈরি করলেন হুগলির তৃণমূল প্রার্থী (Loksabha Election 2024)। ৪ জুনের-র পর আরও ধোঁয়া দেখা যাবে বলেও দাবি করলেন তিনি। এমনকি শিল্পবিমুখ সিঙ্গুর নিয়ে দিলেন সবুজায়নের ব্যাখ্যা।


ধোঁয়া দেখালেন রচনা: এর আগে ধোঁওয়া নিয়ে রচনার মন্তব্যে বিতর্ক তৈরি হয়। এদিন হুগলির তৃণমূল প্রার্থী বলেন, এইবার কী বলবেন সবাই। আমি যখন বলেছিলাম রাস্তায় যাওয়ার সময় ধোঁওয়া দেখেছি। তখন সবাই বলেছিলেন বিড়ির ধোঁয়া দেখেছেন। এরপর আরও দেখতে পারবেন রাস্তাঘাটে। আমাকে আর বলতে হবে না। ওটা বিড়ির ধোঁয়া না কীসের ধোঁওয়া আপনারা বিচার করুন। আমি কী ভুলটা বললাম? আমরা সবসময় সবুজায়নে বিশ্বাসী। শিল্প তো আছে। শিল্প তো হচ্ছে। অনেক শিল্পের প্রয়োজন। সেটা করা হচ্ছে। সেটা করা হবেও। আরও কত ধোঁয়া উড়বে। এবার চোখ অন্ধকার হয়ে যাবে। 


রচনার মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, "মানুষ সব দেখছে। মানুষ জানে কোন কিছু হয়নি। সিঙ্গুরের কৃষক কাঁদছে বুলডোজার দিয়ে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। ডানলপকে শেষ করে দিয়েছে। ধুলোয়া মিশিয়ে দিয়েছে সেখানের সব যন্ত্র চুরি করেছে। কীসের ধোঁয়া বলতে পারব না। সিগারেটের নাকি চিমনির ধোঁয়া। আমি জানি না উনি দেখতে পেয়েছেন। আমি তো কোনও উন্নয়ন দেখতে পাচ্ছি না। কোনও বড় শিল্প কি এসেছে? কোনো শিল্প কি হয়েছে? টাটা মোদিজিকে আশ্বস্ত করেছেন আপানাদের সরকার আসবে সেদিন আমরা শিল্প করব।''


এর আগে গত ১৬ মার্চ হুগলিতে রচনা বলেন, "আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁওয়ায় ধোঁওয়া, অন্ধকার রাস্তাঘাট। শুধু ধোঁওয়া বেরোচ্ছে, এত কারখানা হয়েছে। আরও হবে। দিদি যদি থাকেন, আরও অনেক হবে।'' একইভাবে তৃণমূল প্রার্থী সওয়াল করেছিলেন সবুজ সিঙ্গুরের সবজি নিয়ে। তৃণমূল প্রার্থী বলেছিলেন, "আমার বক্তব্য এটাই ছিল, চারিদিকে এত সবুজায়ন। এত সবুজ আজকে সিঙ্গুরের জমি। সেই জমিতেই গরুরা চরছে এবং সেই জমিতে গরুরা ঘাস খাচ্ছ। আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি। প্রতিটি বাড়ির যে সবজি সবাই কিনতে যাচ্ছে, সেই সিঙ্গুরের জমি থেকে সবজি বেরোচ্ছে, সবাই সেটা কিনতে যাচ্ছে এবং সবাই সেটা খাচ্ছে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: South 24 Parganas: ডায়মন্ড হারবারের বিজেপি নেতার 'অপহৃত' ছেলেকে উদ্ধার