রামপুরহাট: নিহতদের পরিজনদের নিরাপত্তা দিতে হবে। রামপুরহাটের (Rampurhat Case Update) বগটুইয়ের ঘটনায় সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, "পিকেটিং রাখতে হবে। সকালে পুলিশ পিকেটিং থাকবে আর দুপুরে চলে যাবে এটা হবে না। পুলিশের পিকেট জোরদার করতে হবে।'' গ্রামে যাঁরা থাকবে তাঁদের যেন নিরাপত্তা ঘাটতি না হয়, সেদিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। পাশাপাশি পুলিশি ঘেরাটোপে গ্রামবাসীদের ফেরানোর নির্দেশ দেন তিনি। পুলিশি নিরাপত্তায় বাড়িতে ফেরানো হবে ক্ষতিগ্রস্থদের। "কারও যেন বাড়িতে থাকতে অসুবিধা না হয়,'' ডিজিপিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 


রামপুরহাটে মুখ্যমন্ত্রী: এদিন রামপুরহাটের বগটুই পৌঁছন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সার্কিট হাউসে না গিয়ে পরিকল্পনা বদলে সরাসরি বগটুই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটা ভীষণ ভয়াবহ ঘটনা। আমি ভাবতে পারিনি এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে কখনও। শুধু কয়েকটা লোকের জন্য অশান্তির আগুন। ভাদু খুন হওয়ার পর ১০টি বাড়িতে আগুন। আমরা আজ আধুনিক যুগে যাচ্ছি, সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশ পাঠায়নি। আনারুলকে গ্রেফতার করা হবে। খুন হওয়ার পরেও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এসডিপিও, ডিআইবি দায়িত্ব পালন করেননি। যাঁরা যাঁরা দায়িত্ব পালন করেননি, তাঁদের শাস্তি চাই। আমি কিন্তু কোনও কথা শুনতে চাই না। যেখানেই পালাক গ্রেফতার করতে হবে। আনারুলকে হয় আত্মসমর্পণ করতে হবে, নয়তো গ্রেফতার করতে হবে। নিহতদের পরিজনদের নিরাপত্তা দিতে হবে।’’


আর্থিক সাহায্যের ঘোষণা: এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেন। পাশাপাশি যাঁদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত, তাঁদের ২ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “জীবনের বিনিময়ে কিছু হয় না, টাকা-চাকরি কখনও বিকল্প হয় না তবু সংসার চালাতে ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কোটা থেকে ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে। প্রথম ১ বছর ১০ হাজার টাকা করে দেওয়া হবে, পরে স্থায়ী চাকরি।‘’


এদিন তিনি বলেন, “তল্লাশি চালাও, বোমা উদ্ধার করতে হবে।  গ্রেফতার করতে হবে। সিট তদন্ত করে যাকে নির্দোষ পাবে, সে ছাড়া পাবে। আমি এখনও বলছি, এর পিছনে বড় ঘটনা আছে। প্রথমে একজনকে খুন করল, তারপর বাড়িতে আগুন লাগাল। বাইরের লোক আছে কিনা, সেটাও দেখা উচিত।‘’


আরও পড়ুন: Rampurhat Firing: 'গুজরাতে রাজধর্ম পালন শেখাতে হয়েছিল, এখন জ্ঞান দিচ্ছেন', রামপুরহাট নিয়ে মোদিকে কটাক্ষ কুণালের