উজ্জ্বল মুখোপাধ্যায় ও আবির দত্ত, রামপুরহাট: বগটুই যাওয়ার পথে দফায় দফায় অধীর চৌধুরীকে বাধা,মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ রাস্তা আটকায় বলে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। এদিন রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে কংগ্রেস কর্মীদের মিছিল করে যাওয়ার কথা ছিল। তার আগে গুসকরা দিয়ে ঢোকার মুখে প্রথমবার অধীর চৌধুরীর কনভয় আটকায় পুলিশ।


অধীর চৌধুরীকে বাধা দেওয়ার অভিযোগ: জানা গিয়েছে, গাড়ি খারাপ তাই অপেক্ষা করতে বলা হয় প্রদেশ কংগ্রেস সভাপতিকে। এরপর বোলপুরে ঢোকার আগে রেলসেতুর কাছে ডাম্পার খারাপ হয়ে পড়ে থাকতে দেখে ফের আটকে পড়ে অধীর চৌধুরীর গাড়ি। কংগ্রেস কর্মীরা প্রতিবাদ জানালে চলতে শুরু করে ডাম্পার। এরপর যানজটের কারণ দেখিয়ে শান্তিনিকেতন মোড়ে আটকানো হয় অধীর চৌধুরীর গাড়ি। প্রতিবাদে শ্রীনিকেতনে রাস্তায় বসে বিক্ষোভ প্রদেশ কংগ্রেস সভাপতির। পাশাপাশি, রামপুরহাটের বগটুইকাণ্ডে এবার বাংলায় ৩৫৬ ধারা জারির দাবি জানাল কংগ্রেস। 


বীরভূমে হত্যালীলা: নৃশংস হত্যাকাণ্ডের পর এখনও থমথমে রামপুরহাটের বগটুই গ্রাম। বাতাসে পোড়া গন্ধ। রামপুরহাট হত্যাকাণ্ডে হাইকোর্টের নির্দেশে মেনে বগটুই গ্রামে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। পুড়ে যাওয়া বাড়িগুলি ছাড়াও গ্রামের প্রতিটি কোণায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এর মধ্যেই আজ দুপুরে বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী।  উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ প্রশাসনিক কর্তারা। সূত্রের খবর, হেলিপ্যাড থেকে ২ কিলোমিটার দূরে সার্কিট হাউসে পৌঁছে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে তিন কিলোমিটার দূরে বগটুই গ্রাম। সেখানে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। এরপর আহতদের সঙ্গে কথা বলতে যাবেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ৫ জন ভর্তি রয়েছেন। গতকালই তাঁদের আইসিইউ থেকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।


বগটুই যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল: আজ বগটুই যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। ৫ সদস্যের এই দলে থাকছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ।


আরও পড়ুন: Rampurhat Fire: থমথমে বগটুই, হাইকোর্টের নির্দেশ মেনে বসল সিসি ক্যামেরা