সৌভিক মজুমদার, কলকাতা : বগটুইকাণ্ড ও ভাদু শেখ হত্যা মামলায় দ্বিতীয় রিপোর্টে পেশ সিবিআই-এর। তদন্তের অগ্রগতি সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট পেশ করল সিবিআই  (CBI)। কলকাতা হাইকোর্টে সিবিআই জানিয়েছে ‘তদন্ত শেষ পর্যায়ে, আগামী দু’সপ্তাহের মধ্যে চার্জশিট পেশ’। এতদিন যাবৎ তদন্ত চালিয়ে তারা ঠিক কী কী তথ্য পেয়েছেন, কাদেরকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা যায়, সহ একাধিক বিস্তারিত তথ্য সিবিআইয়ের এই দ্বিতীয় রিপোর্টে রয়েছে বলেই জানা যাচ্ছে।


সিবিআই সূত্রে কী জানা যাচ্ছে


গোটা ঘটনায় কারা অভিযুক্ত, কাদের ভূমিকা প্রধান হয়ে উঠেছিল, এই ধরণের সমস্ত তথ্য শেষবারের মতো খতিয়ে দেখার কাজ তারা চালাচ্ছেন বলেই কলকাতা হাইকোর্টে পেশ করা দ্বিতীয় রিপোর্টে সিবিআই জানিয়েছে, বলেই খবর। প্রথমে বগটুই কাণ্ড ও পরে ভাদু শেখ হত্যআ মামলার তদন্তভার নেয় সিবিআই। দুই ঘটনারই এখনও পর্যন্ত তদন্ত প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য হাইকোর্টের কাছে দ্বিতীয় রিপোর্টে পেশ করা হয়েছে। দু'সপ্তাহ পরে সিবিআইয়ের তরফে চার্জশিট পেশ করা হলে সমস্ত তথ্য বিস্তারিতভাবে সামনে উঠে আসবে।


কী ঘটেছিল বগটুইয়ে


গ্রামে ঢুকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল একের পর এক বাড়ি। জতুগৃহ থেকে রক্ষা পাননি নারী-শিশু কেউই। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছিল বীরভূমের বগটুই গ্রামে। বগটুই পঞ্চায়েতের তৃণমূলের (TMC) উপপ্রধান ভাদু শেখ প্রথমে খুন হয়েছিলেন, যার কয়েক ঘণ্টার মধ্যেই যে কাণ্ড ঘটেছিল বগটুইয়ে। গোটা ঘটনায় প্রাথমিকভাবে পাথর এবং বালি খাদানের কোটি কোটি টাকার ব্যবসার সংযোগ উঠে আসে। বখরা নিয়ে গন্ডগোলের জেরেই প্রথমে ভাদু শেখকে খুন করা হয় এবং তার পাল্টা অগ্নিকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ ওঠে।


বগটুইয়ে হত্যালীলার কিছুদিন পরেই প্রথমে সেই ঘটনার ও তারপর ভাদু শেখ হত্যার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গ্রামে গিয়ে দিনের পর দিন তদন্ত, সাক্ষীদের সঙ্গে কথার পর প্রাথমিক রিপোর্ট ও তারপর মঙ্গলবার তাদের তদন্তের দ্বিতীয় রিপোর্ট দিল সিবিআই। এবার দেখার দু'সপ্তাহের মধ্যে চার্জশিট পেশে ঠিক কাদের নাম উঠে আসে অভিযুক্ত হিসেবে।


আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে গুজরাতি দম্পতির রহস্য মৃত্যু, ফ্ল্যাটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার! খাস কলকাতার বুকে ভয়াবহ ঘটনা