কলকাতা: রামপুরহাটের (Rampurhat) ঘটনায় এবার নিহত পরিবারের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রামপুরহাটের বগটুইয়ের নিহতের পরিবারগুলির সদস্যদের চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পালন করলেন মমতা। এদিন, রামপুহাটকাণ্ডে নিহতদের পরিবারের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিল সরকার।
চাকরি প্রসঙ্গ
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মৃত্যুর বিকল্প চাকরি বা টাকা হয় না। অনেকে লুকিয়ে লুকিয়ে গিয়ে টাকা দেয়। টাকা-পয়সা, চাকরি, বাড়ি তৈরি করে দেওয়া মৃত্যুর বিকল্প হয় না।" প্রথম এক বছর অস্থায়ী চাকরি থাকবে তখন ১০ হাজার টাকা করে পাবেন সবাই। পরের বছরে চাকরি স্থায়ী করে দেওয়া হবে।
রামপুরহাট প্রসঙ্গে
এদিন বিরোধীদের একহাত নিয়ে মমতা বলেন, "শুধু সন্ত্রাসের কথা বলছে...আমাকে সন্ত্রাসের কথা বলছে...একটা ঘটনা ঘটেছে, একটা গ্রাম্য বিবাদ, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। কোনও পদক্ষেপ না করে চিৎকার করছে, মানুষ বিচার পাচ্ছেন না।"
গত ১৯ মার্চ রাতে বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের পরিজনদের নিজের কোটা থেকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক ১০ জনকে চাকরি দেওয়া হল। বীরভূমের জেলাশাসক বিধান রায় নিহতদের পরিবারের সদস্যের হাতে নিয়োগপত্র তুলে দেন। নিয়োগপত্র দেওয়া শেষ হলে মুখ্যমন্ত্রী বলেন, আগামী এক-দু’দিনের মধ্যে যাতে নিহতদের আত্মীয়েরা কাজে যোগ দিতে পারেন, তা দেখার দায়িত্ব জেলাশাসকের।
পাশাপাশি, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি প্রকল্পের সুযোগসুবিধা নিহতদের পরিজনরা পান কি না, তা-ও জেলাশাসককে দেখে নেওয়ার নির্দেশ দেন মমতা।