Governor's Letter To CM : বকটুইকাণ্ডে মুখ্যমন্ত্রীর চিঠির উত্তরে ফের কড়া চিঠি রাজ্যপালের। এমন ঘটনা ঘটবে আর আমি রাজভবনে চুপ করে থাকব, তা হয় না।


রাজ্যপাল লিখলেন : 


'' আপনি বলেছেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজ্য সব সময় শান্তিপূর্ণ, এই দাবি হাস্যকর। ষড়যন্ত্রের কথা বলে আপনি অপরাধীদের আড়াল করতে চাইছেন। তদন্তে অপরাধীদের খুঁজে বার করা নিয়ে আপনার আশ্বাস বাস্তববর্জিত। রাজনীতির খাঁচায় বন্দি তদন্তের ওপর কোনও আস্থা নেই। ''


রামপুরহাটে হত্যালীলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি রাজ্যপাল জগদীপ ধনকড়ের


 






কী লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 
মঙ্গলবার রাজ্যপালের করা ট্যুইটের পরিপ্রেক্ষিতে কড়া চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভপ্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, '' অপরাধীদের রাজনৈতিক পরিচয় কী, তা তদন্তের বিষয়। ট্যুইটারে আপনি যে ধরনের মন্তব্য করেছেন, তা দুর্ভাগ্যজনক। আপনার মন্তব্য নিরপেক্ষ তদন্তে বাধা হতে পারে। সাংবিধানিক পদে থেকে এই ধরনের মন্তব্য অসাংবিধানিক এবং দুর্ভাগ্যজনক। '' এর আগে রামপুরহাট প্রসঙ্গে ট্যুইট করে রাজ্যপাল বলেন, '' রাজ্যে যে সন্ত্রাসের সংস্কৃতি চলছে এবং আইনের শাসন নেই, তা রামপুরহাটের ঘটনা দেখিয়ে দিচ্ছে। '' চিঠিতে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, '' বিজেপি শাসিত রাজ্য-সহ দেশের অন্যান্য জায়গায় যখন এর থেকেও জঘন্য ঘটনা হয়, তখন আপনি নীরব থাকেন। বাংলাতে কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। আপনার মন্তব্যের মধ্যে প্রচ্ছন্ন রাজনৈতিক সুর রয়েছে, যা অন্য রাজনৈতিক দলকে সুবিধা করে দিচ্ছে সরকারকে আক্রমণ করতে। সাংবিধানিক পদে থেকেও অসাংবিধানিক মন্তব্য, নিরপেক্ষ তদন্তে বাধা হতে পারে অভিযোগ। ''