রানিগঞ্জ: রানিগঞ্জের (Raniganj Dacoity) সেনকো গোল্ডের শোরুমে লুঠের ঘটনায় একজনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ (Jharkhand Police)। উদ্ধার হয়েছে আসানসোল থেকে ছিনতাই করা গাড়ি। ওই গাড়িতে মিলেছে রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমের বেশ কিছু গয়না ও কার্তুজ। ঝাড়খণ্ড ও বিহারে পুলিশের খাতায় নাম রয়েছে ধৃতের। গতকাল ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দেয় সশস্ত্র ডাকাতদল। পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে। এরপরও পালিয়ে যায় দুষ্কৃতীরা। ডাকাতির ঘণ্টাদুয়েকের মধ্যেই আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।
রবিবার ভরদুপুরে, ব্যস্ততম রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দেয় সশস্ত্র ডাকাতের দল। লুটপাট করে পালানোর সময় সশস্ত্র দুষ্কৃতীদের সঙ্গে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির অফিসার-ইন-চার্জ মেঘনাদ মণ্ডলের সঙ্গে চলে গুলির লড়াই। গুলি লেগে আহত হলেও শেষপর্যন্ত বাইকে চড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
বারবার বিহার-যোগ:
গতবছর পুরুলিয়া এবং রানাঘাটে সেনকো গোল্ডের দোকানে ডাকাতির ঘটনায় যোগসূত্র পাওয়া গিয়েছিল বিহারের একটি গ্যাংয়ের। এবারও রানিগঞ্জে যে ডাকাতির ঘটনা ঘটেছে তাতে বিহারের এক ব্যক্তি গ্রেফতার হয়েছে।
কীভাবে ধরা পড়ল বিহারের এই দুষ্কৃতী?
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের ধরতে গাড়ির লোকেশন ট্র্য়াক করতে শুরু করে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট। তখনই তাঁরা জানতে পারেন আসানসোল থেকে গাড়ি চুরি করার পর বাংলা-ঝাড়খন্ড সীমান্ত পেরিয়ে ঝাড়খন্ডের গিরিডির দিকে রওনা দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে নাকা চেকিং শুরু করে গিরিডি থানার পুলিশ। দুষ্কৃতীদের ধাওয়া করে পুলিশ বাহিনী। চোর পুলিশ দৌড়ের মাঝেই মাঝরাস্তায় গাড়ি আটকে যায় দুষ্কৃতীদের। সেই মুহূর্তেই গাড়ি রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যদিও পুলিশের হাতে ধরা পড়ে যায় বিহারের গোপালগঞ্জ এলাকার বাসিন্দা সুরজ কুমার সিনহা।
ব্যবসা ও নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দুষ্কৃতীদের ধরে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে সেনকো গোল্ড কর্তৃপক্ষের তরফে। গত বছর পুরুলিয়া শহর এবং রানাঘাটে সোনকো গোল্ডেরই ২টি সোনার দোকানে একই ভাবে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ তদন্তে নেমে ঘটনার সঙ্গে বিহারের একটি গ্যাংয়ের যোগসূত্র পেয়েছিল। তখন বিহারের বাসিন্দা বেশ কয়েক জনকে গ্রেফতারও করে পুলিশ। বছর ঘুরতেই এবার ডাকাতি রানিগঞ্জে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মণিপুরে নিরাপত্তাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা, জখম ১ নিরাপত্তারক্ষী