নয়াদিল্লি : মন্ত্রিসভার শপথগ্রহণের পর রাতে ভূরিভোজ করলেন  ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নবনির্বাচিত সাংসদরা। রবিবার মোদি ৩.০ মন্ত্রিসভার  শপথ গ্রহণের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নিমন্ত্রণে মহাভোজ খেলে সাংসদরা। নৈশভোজে ছিল রাজকীয় আয়োজন। 


নবনির্বাচিত জাতীয় গণতান্ত্রিক জোটের সাংসদদের জন্য ভোজের ব্যবস্থা করেছিলেন জেপি নাড্ডা। তিনিও এবার মন্ত্রিসভায় শপথ নিয়েছিলেন।  দিল্লিতে এখন  প্রবল গরম। তাই সারা ভারতে বিভিন্ন আবহাওয়া থেকে আসা মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে তৈরি করা হয়েছিলেন মেনু। গরমে শরীরের পক্ষে ভাল, এমন খাবারকেই প্রাধান্য দেওয়া হয়েছিল।  যেমন নানারকম ফলের রসের ঢালাও আয়োজন ছিল। ছিল নানারকম শেকস।  এছাড়া স্টাফড লিচি, মটকা কুলফি , ম্যাঙ্গো ক্রিম,  রায়তার মতো লোভনীয় অথচ স্বাস্থ্যকর পদ ছিল আপ্যায়নের জন্য। আর চা-কফিও তো ছিলই। 


নৈশভোজে ব্যবস্থা ছিল নানারকম ঘরানার খাবারের। ছিল যোধপুরী সবজি, ডাল, দম বিরিয়ানি এবং পাঁচ ধরনের রুটির ব্যবস্থা। পাঞ্জাবি খাবার কাউন্টারটি নাকি ছিল দারুণ আকর্ষণীয়। যারা বাজরা খেতে চায় তাদের জন্য বাজরার খিচড়ি থাকবে। পাঁচ ধরনের জুস ও শেক এবং তিন ধরনের রাইতা থাকবে। নতুন সরকার, নতুন মন্ত্রীরা, নতুন উদ্যম, তাই মিষ্টিমুখ তো ভালভাবেই করতে হবে। শোনা যাচ্ছে, রাতের ভোজে ব্যবস্থা ছিল আট ধরনের মিষ্টিক। সাদা রসমালাই , চার ধরনের ঘেওয়ারের ব্যবস্থাও ছিল । 


রবিবার শপছ নিয়েছেন আর নতুন মন্ত্রীদের নিয়ে সোমবারই বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রীদের নিয়ে বৈঠক হবে। 


রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নেন প্রধানমন্ত্রী-সহ ৭২ জন মন্ত্রী। এর মধ্যে ক্যাবিনেট মন্ত্রী ৩০ জন, ৩৬ জন প্রতিমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ৫ জন। বাংলা থেকে তৃতীয় দফার মোদি মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ২ জন।


এখনও মন্ত্রীদের মন্ত্রক বণ্টন হয়নি। সূত্রের খবর, সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে মন্ত্রীদের মন্ত্রক বণ্টন নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে, ৫ বছর পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফিরলেন জে পি নাড্ডা। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন, তা নিয়েও জল্পনা তুঙ্গে। 


আরও পড়ুন :


তৃতীয়বারও রইলেন নির্মলা, মোদির মন্ত্রিসভায় এবার মহিলা কতজন জানুন 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে