কৌশিক গাঁতাইত, রানিগঞ্জ: শিশুর জন্মের পর মায়ের মৃত্যু ঘিরে রানিগঞ্জের বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়াল। মৃতের আত্মীয়দের নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ শিক্ষা সমিতির সদস্যরা। শেষপর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর ৬ মাস পর্যন্ত চিকিৎসা ও লালন-পালনের প্রস্তাবে রাজি হলে অবরোধ ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। 


হাসপাতালে উত্তেজনা ছড়াল: পরিবার সূত্রে খবর, গতকাল দুপুরে সিজার করে সন্তানের জন্ম দেন অন্ডালের গোপালমাঠের বাসিন্দা মামনি বাউড়ি। অভিযোগ, তারপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সন্ধেয় মৃত্যু হয় ওই প্রসূতির। এরপরই হাসপাতালের সামনে উত্তেজনা ছড়ায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ শিক্ষা সমিতির সদস্যরা। অসংখ্য কর্মী, সমর্থক ও স্থানীয় নেতৃত্ব এই আন্দোলনে অংশগ্রহণ করে। বিক্ষোভকারীদের দাবি সদ্যোজাত শিশুর দায়িত্ব নিতে হবে চিকিৎসককে। শনিবার রাতে এই দাবিতেই তাড়া জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। শেষপর্যন্ত দাবি মেনে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। 


এদিকে প্রায় তিন মাস ধরে খারাপ হয়ে রয়েছে, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অর্থোপেডিক OT-র সি-আর্ম যন্ত্র। তার ফলে, পিছিয়ে যাচ্ছে অর্থোপেডিক-সহ একাধিক বিভাগের অপারেশন। সমস্যায় পড়ছেন রোগীরা। এই অবস্থায়, ইমার্জেন্সি বিভাগে থাকা সি-আর্ম মেশিনটি আনা হয়েছে অর্থপেডিকের OT-তে। অর্থপেডিকের OT-র সি-আর্ম মেশিন খারাপ নিয়ে হাসপাতালের অধ্যক্ষকে একাধিকবার চিঠি দিয়েছেন অর্থোপেডিক বিভাগের প্রধান। সেখানে তিনি বলেছেন,, অর্থোপেডিক বিভাগের OT-র সি-আর্ম মেশিনটি খারাপ। অপারেশনের সময়, ছবি তুলতে সি-আর্ম মেশিন ব্যবহার করা হয়। রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করতে হচ্ছে বা বহু অপারেশন পিছিয়ে দিতে হচ্ছে। এই অবস্থায়, আপাতত কাজ চালানোর জন্য ইমার্জেন্সিতে থাকা সি-আর্ম মেশিনটি অর্থপেডিকের OT-তে স্থানান্তর করা হয়েছে। এর ফলে এখন ইমার্জেন্সির অস্ত্রোপচার বন্ধ রয়েছে। সেগুলো অর্থপেডিকের OT-তে করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিষয়টি স্বাস্থ্যভবন জানে। নতুন সি-আর্ম কেনার প্রক্রিয়া চলছে।                                                   


আরও পড়ুন: Howrah Train Disruption: ঘন কুয়াশা জের, দেরিতে চলছে দূরপাল্লার ট্রেন, প্রভাব লোকালেও