সুনীত হালদার, হাওড়া: বছরের প্রথম রবিবার ঘন কুয়াশা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর যার প্রভাব পড়ল গণ পরিবহণ ব্যবস্থাতেও। কুয়াশার কারণে হাওড়া স্টেশনের (Howrah Train Disruption) পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত। দূরপাল্লার পাশাপাশি লোকাল ট্রেনও দেরিতে চলছে।


ঘন কুয়াশার প্রভাব ট্রেন চলাচলে: পূর্ব রেল সূত্রে খবর উত্তর ভারত থেকে হাওড়াগামী ট্রেন গুলিতেই বেশি দেরি। এরমধ্যে  ডাউন যোধপুর এক্সপ্রেস ৯ ঘণ্টা, ডাউন রাজধানী এক্সপ্রেস ১০ ঘণ্টা, ডাউন দুন এক্সপ্রেস আড়াই ঘণ্টা, ডাউন কালকা মেল ৫ ঘণ্টা, চম্বল এক্সপ্রেস ৪ ঘণ্টা এবং ডাউন নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস ১২ ঘন্টা দেরিতে চলছে। এছাড়াও ডাউন সরাইঘাট এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা দেরিতে হাওড়া স্টেশনে ঢুকেছে। একই কারণে দক্ষিণ পূর্ব রেলের ডাউন পুরি এক্সপ্রেস, ডাউন চেন্নাই মেল সহ একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে আসছে। আজ সকালেও আপ ফলকনামা এক্সপ্রেস এবং আপ ইস্পাত এক্সপ্রেস নির্ধারিত সময়ের দেরিতে ছেড়েছে। দুটি শাখাতেই দৃশ্যমান্যতা কমে যাওয়ার কারণে লোকাল ট্রেন সামান্য দেরিতে যাতায়াত করছে।


এদিকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ছে শীতের স্থায়িত্বের উপর। তার জেরে সপ্তাহ শেষে আবহাওয়ার মেজাজ বদল। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমেছে। আগামী ২ দিন ফের তাপমাত্রা বাড়বে। বুধবার থেকে আবার পারদ-পতন। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বুধবার থেকে পারদ নামলেও কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই। 


শুধু ট্রেন চলাচলে দেরিই নয়, ঘন কুয়াশার প্রভাব পড়েছে ভেসেল পরিষেবার উপরও। সাগরমেলা শুরুর মুখে ঘন কুয়াশার জেরে ব্যাহত হল ভেসেল পরিষেবা। প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় ফেরি চলাচলে। সবথেকে বেশি প্রভাব পড়েছে সাগর-পথে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে। সকালে সাগরের কচুবেড়িয়ার দিক থেকে ভেসেল ছাড়লেও পরে তা বন্ধ করে দিতে হয়। গঙ্গাসাগরে যাওয়া পুণ্যার্থীরা চরম ভোগান্তিতে। বেলা বাড়লেও কুয়াশা কমার কোন লক্ষণ নেই। কাকদ্বীপ ও সাগরে বহু মানুষ ও পুণ্যার্থী আটকে পড়েছেন। সকাল থেকেই ঘন কুয়াশা নদিয়া জুড়েও। কমেছে দৃশ্যমানতা। ১২ নম্বর জাতীয় সড়কে ধীর গতিতে যান চলাচল করছে। কুয়াশার কারণে বন্ধ নদিয়া-বর্ধমান সংযোগকারী নৃসিংহপুর ঘাটে ফেরি চলাচল। সকাল থেকে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন ফেরিঘাটে। 


আরও পড়ুন: Calcutta High Court: বই চুরিতে বড় চক্র? সন্দেহ প্রকাশ কলকাতা হাইকোর্টের