সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: বিরল প্রজাতির (Rare Species Of Hyena) হায়নার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার সিজুয়ার মুড়াকাটায়। ইতিমধ্যেই জেনারেল ডায়েরি করেছে বন দফতর (Forest Department)। ঘটনাটি নিয়ে এফআইআর-ও করা হবে, জানিয়েছেন ডিএফও।
কী ঘটেছিল?
পশ্চিম মেদিনীপুর জেলার সিজুয়ার মুড়াকাটার জঙ্গলে গত কাল অর্থাৎ শনিবার এক পূর্ণবয়স্ক হায়নার দেহ উদ্ধার হয়। যার সঙ্গে ছড়িয়ে পড়ে একটি ভাইরাল ভিডিও। দেখা যাচ্ছে, এলাকাবাসী হায়নাটিকে ঘিরে ধরে মারধর করতে উদ্যত হয়েছে। হায়নাটি এমনিতেই জখম অবস্থায় ছিল। উল্লেখ্য, ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্যাক্টে এটি বিরল প্রজাতির প্রাণী হিসেবেই চিহ্নিত করা হয়েছে। হায়নাকে মারলে শাস্তির নিদান রয়েছে এই আইনি। শনিবার দুপুর ১টা নাগাদ এই হায়নার মৃত্যু হয়েছে। বন দফতর থেকে গুড়গুড়ি পাল থানায় রাত সাড়ে ১০টার সময় একটি জিডি করা হয়। তবে সেখানে একটি পূর্ণবয়স্ক পুরুষ হায়নার মৃত্যুর কথা উল্লেখ করা থাকলেও কী ভাবে মৃত্যু তা উল্লেখ করা হয়নি। জিডি এন্ট্রি হয়েছে বলে পুলিশ সুত্রে খবর। তবে মেদিনীপুর বন বিভাগের ডিএফও মনীশ কুমার যাদব বলেছেন, 'এফআইআর হবে। হায়নাটির ময়নাতদন্তও হচ্ছে। ভিডিও টিও খতিয়ে দেখা হচ্ছে।"
উদ্ধার বাঘরোলের উদ্ধার..
গত বছর জানুয়ারি মাসে, চুঁচুড়ার গরীব আমলবাগে বাঘরোলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।এদিন সকালে এলাকার বাসিন্দারা দেখতে পান রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে একটি বাঘরোল শাবকের মৃতদেহ। কয়েকদিন আগে হাওড়ার বাগনানে তিনটি বাঘরোলের মৃতদেহ উদ্ধার হয়েছিল।বিরল এই মেছো বিড়ালকে বিষ দিয়ে মারা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।তবে চুঁচুড়ার বাঘরোল শাবকের মৃত্যু কীভাবে হয়েছে তা বলতে পারেননি বাসিন্দারা।তাঁদের অনুমান, পাশেই বন্ধ ডানলপ কারখানার জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে বাঘরোলটি।রাতে পাড়ার কুকুর ডাকতে শোনেন বাসিন্দারা।আজ সকালে বাঘরোলটিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায়।নিরীহ এই বন্য প্রাণী এই এলাকায় আগে দেখা যায়নি বলেও জানান বাসিন্দারা।হাওড়ার বাগনানের কালিকাপুরে ৩টি বাঘরোলকে বিষ (খাইয়ে খুনের গুরুতর অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তিনটি বাঘরোলকে। যে ঘটনায় বাগনানের স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমী সকলেই প্রচণ্ড ক্ষুব্ধ। জানা গিয়েছে, প্রভাস ও প্রভাত পাত্র নামে দুই যুবকের নামে এফআইআর দায়ের হয়েছে। তিনটি বাঘরোলের মৃত্যুর পর থেকেই ফেরার তারা। বন দফতরের পক্ষ থেকে অভিযুক্ত ফেরারদের খুঁজে দিলে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:সকন্যা তিহাড়ে অনুব্রত, খাঁ খাঁ করছে বাড়ি-কার্যালয়, বীরভূমে বৈতরণী পার হবে তৃণমূলের!