সুজিত মণ্ডল, নদিয়া: রাস পুজোকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নদিয়ার ধানতলা থানার বঙ্কিমনগর কেশাইপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত তৃণমূলের প্রাক্তন প্রধান এই মুহূর্তে রাণাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে ধানতলা থানার পুলিশ।


জানা যায়, গ্রামের রাস পুজোকে কেন্দ্র করে বেধড়ক মারধরের ঘটনায় আক্রান্ত রাণাঘাট-২ ব্লকের হিজুলী রঘুনাথপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূলের জয়প্রকাশ লস্কর। অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময় পথ আটকে বিজেপির লোকজন তাঁকে মারধর করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ধানতলার কেশাইপুর গ্রামে রাস মেলা ও পুজো হয়ে আসছে। উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন জয়প্রকাশ।


তাঁর অভিযোগ, পুজো ও মেলা হতে না দেওয়ার জন্যই গত বুধবার রাতে বিজেপির লোকজন আমার উপরে চড়াও হয়। রাত প্রায় আটটা নাগাদ মোটরবাইকে চেপে বঙ্কিমনগর স্টেশনের কাছ থেকে বাড়ি ফিরছিলেন জয়প্রকাশ। অভিযোগ, সেই সময় বঙ্কিমনগর স্টেশন সংলগ্ন কেশাইপুর বাজার এলাকায় আচমকা তাঁকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। ওই রাতেই চিকিৎসার জন্য প্রথমে আড়ংঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে রাণাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


যদিও অভিযোগ অস্বীকার করেছেন, স্থানীয় বিজেপি নেতা তথা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সদস্য প্রদীপ বিশ্বাস। তিনি বলেন, 'এই ঘটনার সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই। ঘটনার সময় আমি এলাকাতেই ছিলাম না। বাজারে মাইক বাধাকে কেন্দ্র করে গণ্ডোগোল হয়েছে। স্থানীয়দের গণপ্রহারে আক্রান্ত হয়েছেন প্রাক্তন তৃণমূলের প্রধান।'


স্থানীয় ব্যবসায়ী সঞ্জয় শীল বলেন, 'বাজারে একটি মাইকের অভিমুখ ঘুরিয়ে দিতে বলেছিলাম জয়প্রকাশের ছেলেকে। সেই খবর পেয়ে তৃণমূলের প্রাক্তন ওই প্রধান আমাকে দোকানে এসে মারধর করে। তার প্রতিবাদে এলাকার অন্যান্য ব্যবসায়ীরা ওকে ধাক্কাধাক্কি করেছিল। পড়ে গিয়ে তিনি জখম হন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।'


আরও পড়ুন, দেব দীপাবলিতে সালকিয়ার গঙ্গায় ভাসল শত শত প্রদীপ, ভক্তদের ভিড় শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে


প্রসঙ্গত, আজ থেকে শুরু হচ্ছে রাস উৎসব। তাই সাজো সাজো রব নদিয়ার নবদ্বীপ। নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস। এই রাস উৎসব উপলক্ষে বৈষ্ণব ধর্মালম্বী মানুষ তো বটেই এছাড়াও বহু দূরদুরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই নবদ্বীপে এসেছেন রাস দেখতে।  রাসলীলা বা রাস যাত্রা সনাতন ধর্মলম্বীদের একটি বিশেষ উৎসব ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।