প্রকাশ সিনহা ও আবীর দত্ত, কলকাতা : রেশন বণ্টন দুর্নীতির (Ration Distribution Scam) অঙ্ক ইতিমধ্য়েই কয়েকশো কোটি টাকা ছাড়িয়েছে, চার্জশিটে দাবি করল ইডি (ED)। সূত্রের খবর চার্জশিটে দাবি করা হয়েছে, 'বাকিবুর রহমান (Bakibur Rahman) ২টি সংস্থার মাধ্য়মে ভুয়ো কৃষকদের কাছে ধান দুর্নীতির টাকা পৌঁছে দেওয়ায় রাজ্যের ৪০০ কোটি টাকা ক্ষতি। খাদ্য়মন্ত্রীর পদ থেকে জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick) সরে যাওয়ার পরেও দুর্নীতি চলেছে'।
প্রথম চার্জশিটে বেশ কয়েকটি বিস্ফোরক দাবি করেছে ইডি। তাদের দাবি, চলতি বছরে ইডির তল্লাশির সময় পর্যন্ত চলেছে দুর্নীতি। এখনও পর্যন্ত ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলেই খবর সূত্রের। আজ ইডির বিশেষ আদালতে জ্য়োতিপ্রিয়, বাকিবুর ও তাঁদের ৫টি করে সংস্থার নামে ১৬৮ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি।
জ্য়োতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের অ্য়াকাউন্টে ২ কোটি টাকারও বেশি ছিল। সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। পাশাপাশি তথ্য প্রমাণ সহ ৩ হাজার পাতার নথিও আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, খবর সূত্রের। চার্জশিটে ইডির দাবি, রেশন দুর্নীতির টাকা নয়ছয় করতে ৩টি সংস্থা খোলা হয়েছিল, যা পরে বন্ধ করে দেওয়া হয়, খবর সূত্রের।
২০১১-র পর থেকে রেশন বণ্টনে দুর্নীতি, চার্জশিটে দাবি করেছে ইডি। জ্য়োতিপ্রিয় মল্লিক খাদ্য়মন্ত্রী থাকাকালীন খাদ্য় দফতরে কাজ করতেন এমন একজন আইএএস অফিসারকে সাক্ষী করেছে ইডি ।
প্রসঙ্গত, রেশন বন্টন দুর্নীতিতে ইডি প্রথম গ্রেফতার করে বাকিবুর রহমানকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি করা হয়, তিনি মন্ত্রীঘনিষ্ঠ। পরে ইডি গ্রেফতার করে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। একাধিক উপায়ে দুর্নীতিতে সরাসরি তিনি ও তাঁর পরিবার লাভবান হয়েছে বলেও দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন- মহুয়ার পাশে দল, তাপসকে কেন দূরে ঠেলা হল, বিস্ফোরক প্রয়াত অভিনেতার পরিবার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।