প্রকাশ সিনহা, কলকাতা: এবার বিদেশেও বাকিবুরের সম্পত্তির হদিশ। বাকিবুরের ফ্ল্যাটের হদিশ মিলল দুবাইয়ে, খবর ইডি সূত্রে। ২টি ফ্ল্যাটের আনুমানিক মূল্য ৮ থেকে ১০ কোটি টাকা, খবর সূত্রের। বিদেশে কেন ফ্ল্যাট কিনেছিলেন বাকিবুর? তবে কি পরিকল্পনা ছিল বিদেশে পালানোর? প্রশ্ন ইডি-র। উত্তরের খোঁজে ব্যবসায়ী বাকিবুরকে জেরা চলছে।
প্রসঙ্গ বাকিবুর
৩টি চালকল! ২টি গমকল! বেশকিছু পানশালা! একাধিক হোটেল, পোর্শের মতো একাধিক বহুমূল্যের গাড়ির পর এবার দুবাইয়ে মিলল রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের জোড়া ফ্ল্যাটের হদিশ। ED-র দাবি, ২ টি ফ্ল্যাটের আনুমানিক মূল্য ৮ থেকে ১০ কোটি টাকা। বিদেশে ফ্ল্যাট কেনার কারণ কি? তবে কি বিদেশে পালানোর প্ল্যান ছিল বাকিবুরের? বিদেশে ফ্ল্যাট কেনার মতো এত টাকাই বা এল কোথা থেকে? এসব প্রশ্নই এখন ভাবাচ্ছে ইডি আধিকারিকদের। দুর্নীতির কালো টাকাতেই কি বিদেশে ফ্ল্যাট? উত্তরের খোঁজে ব্যবসায়ী বাকিবুরকে জেরা করছেন ED আধিকারিকরা।
করোনাকালে রাজ্যের বহু জায়গায় রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ ওঠে। তাতে বিপুল টাকা তছরুপের অভিযোগ ওঠায়, ২০২২ সালের এপ্রিল মাসে ECIR দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলায় ১১ অক্টোবর কাকভোর থেকে, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মোট ১২টি জায়গায় হানা দেয় ED।
আরও পড়ুন, পুজোর আগেই মর্মান্তিক ঘটনা, দমদমে আগুনে ভস্মীভূত পুজো মণ্ডপ!
যার মধ্যে ছিল কৈখালিতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনের ফ্ল্যাটও। গত শুক্রবার গভীর রাতে ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই একে একে সামনে আসতে শুরু করেছে।
নেপথ্যে কোনও প্রভাবশালী না থাকলে এই বিপুল সম্পত্তির মালিক হতে পারতেন না বাকিবুর। এমনই অনুমান ইডি অফিসারদের। প্রশ্ন এখন, সেই প্রভাবশালী কে? তাঁর হদিশ মিলবে কবে?