কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে ফের অ্যাকশনে ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে সরকারি কর্মী ও রেশন ডিস্ট্রিবিউটাররা। কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর-সহ ৭ জায়গায় ম্যারাথন তল্লাশি ইডির। কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। দক্ষিণ কলকাতার একটি অফিসেও চলেছে তল্লাশি। বেলদায় চাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান ইডি আধিকারিকদের


রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি। কলকাতা থেকে কল্য়াণী, বারাসাত থেকে বেলদা, ৭ জায়গায় ম্য়ারাথন তল্লাশি অভিযান চালালেন ইডির আধিকারিকরা। এরমধ্য়ে একাধিক ব্য়বসায়ীর বাড়ি, গুদাম, রেশন ডিলার-ডিস্ট্রিবিউটরদের বাড়িতে হানা দেন ইডি অফিসাররা। কল্য়াণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে চলে তল্লাশি।  


কোথায় কোথায় তল্লাশি:
চক্রবেড়িয়া: চালকল ব্য়বসায়ীর বাড়িতে ED
দেগঙ্গা: সমবায় ব্য়াঙ্কে ED
বারাসাত: অফিসারের ফ্ল্য়াটে হানা
বাসন্তী: রেশন ডিলারের বাড়িতে তল্লাশি
জয়নগর: রেশন ডিস্ট্রিবিউটরের বাড়িতে ED
কল্য়াণী: ফুড ইন্সপেক্টরের বাড়িতে ED
বেলদা: চাল ব্য়বসায়ীর বাড়িতে তল্লাশি


কলকাতা ও ৪ জেলার ৭ জায়গায় ম্য়ারাথন তল্লাশি চালাল ইডি। এদিন সকালে, ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে লোহা সাউ নামে এক চালকল ব্য়বসায়ীর বাড়ি ও গোডাউনে হানা দেন ইডি অফিসাররা। অভিযোগ, এই ব্য়বসায়ীর মাধ্য়মে বছরের পর বছর রেশন দোকানের চাল সহ বিভিন্ন সামগ্রী বাইরে পাচার হয়েছে। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে যে একাধিক নাম পাওয়া গিয়েছে, তার মধ্যেই এই নাম উঠে এসেছে। পাশাপাশি, পশ্চিম মেদিনীপুরের বেলদায় স্বদেশকান্তি বেরা নামে এক চালকল ব্য়বসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি। রেশনের চাল, খোলা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে এই ব্য়বসায়ীর বিরুদ্ধে। একটি ঘরে তাঁকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। অন্য় একটি দল বাড়ি জুড়ে তল্লাশি চালাচ্ছে।


অন্য়দিকে, রেশন দুর্নীতির তদন্তে এদিন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার, হামাদামা আজিজ নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্য়াঙ্কে হানা দেয় ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলায় সবথেকে গুরুত্বপূর্ণ, কৃষকদের থেকে ধান কেনাকে কেন্দ্র করে যে দুর্নীতি, খাদ্য় দফতরে যে দুর্নীতি হয়েছিল, রেশন বন্টন দুর্নীতি মামলায় এর আগেও উঠে এসেছে। ভুয়ো অ্য়াকাউন্ট দেখিয়ে, ভুয়ো কৃষক দেখিয়ে ধান কেনাবেচা, বড় চক্র সক্রিয়, সেই তদন্ত করতেই ইডি আধিকারিকরা সকাল সাড়ে ৬টায় এসে পৌঁছন। দেগঙ্গার আজিজনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির হিসেবরক্ষক মহেশ্বর পাল বলেন, 'গত কয়েক বছর ধরে, অনলাইনে ধান কেনা হচ্ছে। অর্থাৎ, কৃষকদের অ্য়াকাউন্টে সরাসরি টাকা দেওয়া হচ্ছে। কিন্তু তার আগে সরাসরি এখান থেকে ধান কেনা হত।'


রেশন দুর্নীতির তদন্তে,দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সোনাখালিতে এক রেশন ডিলারের গোডাউনে তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, ক্য়ানিং বাসন্তী সহ একাধিক জায়গায় এই ডিলারের থেকে রেশন সরবরাহ হয়। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরেও চলে তল্লাশি অভিযান। শুক্রবার সাত সকালে, জয়নগর থানার বহড়ু বাজার এলাকায়, রেশন ডিস্ট্রিবিউটর সুস্মিতা ঘোষ সেনের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, জয়নগর ১, ২ ও কুলতলি ব্লকে রেশন বণ্টনের দায়িত্বে রয়েছেন তিনি। তাঁর বাড়ি ও গোডাউন দু জায়গাতেই হানা দেন ইডির আধিকারিকরা। 


এদিন বারাসাতে যশোর রোডের ধারে, বনমালীপুরে একটি সরকারি আবাসনেও তল্লাশি চালায় ইডি। এই আবাসনের একটি ফ্ল্য়াটে থাকেন, খাদ্য় দফতরের এক আধিকারিক। নদিয়ার কল্য়াণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতেও হানা দেন ইডি অফিসাররা। যদিও অসুস্থতার কারণে, বাড়িতে ছিলেন না তিনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: 'বিচার মেলার পরে উৎসব', এবার পুজোর অনুদান ফেরাল আড়িয়াদহের ক্লাব