কলকাতা: আর জি কর-কাণ্ডে (R G Kar News) বিচার চেয়ে লাগাতার কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চতুর্থ দিনে। লাইভ স্ট্রিমিং ছাড়া প্রশাসনের সঙ্গে আর কোনও বৈঠক নয় বলে বার্তা দিয়েছেন তাঁরা। আর এদিন রাজ্যবাসী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার জানালেন তাঁদের দাবি। 


দাবিগুলি জানালেন চিকিৎসকরা: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এদিন সাফ জানিয়েছেন, তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চাই। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি করেছেন তাঁরা। পাশাপাশি প্রমাণ লোপাটের চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাঁদের। একইসঙ্গে রোগী পরিষেবা দিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত নিরাপত্তা ও মেডিক্যাল কলেজ, হাসপাতালে থ্রেট কালচার বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। 


আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এদিন বলেন, "আমাদের প্রথম দাবি অভয়ার তদন্ত এবং দ্রুত ন্যায়বিচার। সন্দীপ ঘোষ সহ সব স্বাস্থ্য অধিকর্তা যাঁরা আর জি করের ঘটনাস্থল এবং সংলগ্ন এলাকায় ভাঙচুরের নির্দেশ দিলেন এবং যাঁদের নিষ্ক্রিয়তায় অথবা সক্রিয় অংশগ্রহণে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি এবং ভয়ের রাজনীতি বাসা বেঁধেছে, সেই DME, DHS, প্রিন্সিপ্যাল হেল্থ সেক্রেটারিকে শাস্তি দিতে হবে। যেসব পুলিশ দুর্ঘটনাস্থলকে সুরক্ষিত রাখতে পারেননি, নির্মাণের নামে ভাঙচুর হয়েছে এবং পুলিশ নীরব থেকেছে পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে। প্রমাণ লোপাটের চেষ্টা যাঁরা করেছেন তাঁদের সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সহ মহিলাদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে। ডাক্তারদের থাকার জন্য অন কল রুম, পৃথক বাথরুম, সিসিটিভি ক্যামেরা দিতে হবে।'' 


আরজি কর দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়ে ইডির হাতে এবার নতুন তথ্য। দুর্নীতির নথি খুঁজতে গিয়ে হদিশ মিলল প্রচুর পরিমাণে উত্তরপত্রের। সন্দীপ ঘোষের আত্মীয়র বাড়ি থেকে ২০০ পাতার উত্তরপত্র উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উত্তরপত্রের কপি নিয়ে আর্থিক লেনদেন হয়েছিল কি না, এই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের। লএয়ারপোর্ট এলাকায় আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের আত্মীয়র বাড়িতে তল্লাশি চালায় ইডি। উত্তরপত্র ছাড়াও প্রচুর পরিমাণে টেন্ডারের কপি, দলিল, সম্পত্তির কাগজপত্রও উদ্ধার হয়। সন্দীপ ঘোষের ৯ থেকে ১০টি সম্পত্তির নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Junior Doctors Agitation: ২ ঘণ্টার বেশি নবান্নের বাইরে বসে, ধর্নাস্থলে ফিরলেন জুনিয়র ডাক্তাররা