কলকাতা: 'জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির গঙ্গাসাগর',প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন-মামলায় অভিযোগ ইডির। ইডি-র দাবি, 'গঙ্গাসাগরে যেমন নদীর শাখা-উপশাখা মেলে। দুর্নীতির সব কিছুই বালুতে এসে মিশেছে। জ্যোতিপ্রিয় মল্লিকই খাদ্য দুর্নীতির রিং মাস্টার। বাইরে থেকে সব কিছু চালনা করতেই বালুই।' ২ জানুয়ারি ফের শুনানি।
একজন রাজা হন, আরেক জন হন ‘কিংমেকার’। যাঁরা সবসময় ক্ষমতাবান। জ্যোতিপ্রিয় মল্লিক রাজা না হলেও রাজা তৈরির মতো ক্ষমতাবান। জামিন পেলে তদন্ত ভেস্তে দিতে পারেন। বিশেষ আদালতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের বিরোধিতা করে মন্তব্য করেছিল ইডি। রেশন-দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ‘কিংপিন ও কিংমেকার’ বলে উল্লেখ করেছিল ইডি। মন্ত্রী পদে না-থাকলেও এখনও তিনি ক্ষমতাশালী, আদালতে দাবি করেছিল কেন্দ্রীয় সংস্থা।
ব্যাঙ্কশাল কোর্টের ইডির বিশেষ আদালতে ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি। জামিনের বিরোধিতা করে ইডি-র আইনজীবী বলেছিলেন, একজন রাজা হন, আরেক জন হন ‘কিংমেকার’, যাঁরা সব সময় ক্ষমতাবান। জ্যোতিপ্রিয় মল্লিক ‘কিংমেকার’। মন্ত্রী না থাকলেও তিনি এখনও প্রভাবশালী ও ক্ষমতাবান। জামিন পেলে তদন্ত ভেস্তে দিতে পারেন। রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি।
গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। ইডির দাবি, ওই সময়ে তারা একটি চিরকুট উদ্ধার করেছিল। অভিযোগ, মেয়েকে হাসপাতালে বসে চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয়। ইডি সূত্রে খবর, তাতে টাকার লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য লেখা ছিল। সেই প্রসঙ্গ তুলে ইডি-র আইনজীবী বলেছিলেন,' জ্যোতিপ্রিয় মল্লিক এই মামলায় কিংপিন। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি। সুযোগ দেওয়া হলে উনি কী করতে পারেন, তা আমরা পিজি হাসপাতালের চিরকুটের ঘটনায় দেখেছি। জামিন পেলে প্রভাব খাটাবেন।'বিচারক প্রশ্ন করেছিলেন, উনি তো এখন আর মন্ত্রী নন, তাহলে কীভাবে প্রভাব খাটাবেন?ইডি-র আইনজীবী বলেছিলেন, মন্ত্রী না হলেও আগের মতোই প্রভাবশালী ও ক্ষমতাবান জ্যোতিপ্রিয় মল্লিক। দুর্নীতি মামলায় ধৃত যাঁরা (পার্থ, বালু) মন্ত্রী নন, তাঁরা এখনও সমান প্রভাবশালী। এই মামলায় যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁরাই জ্যোতিপ্রিয়র দিকে আঙুল দেখিয়েছেন।
আরও পড়ুন, ত্রাসের দেশ বাংলাদেশে এবার মন্দিরেই পুরোহিত খুন!
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।