প্রকাশ সিনহা, কলকাতা: রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) দীর্ঘদিন ধরেই জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। এবার অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিন চাইলেন জেলবন্দি জ্যোতিপ্রিয়।
ব্যাঙ্কশাল কোর্টে ইডি-র বিশেষ আদালতে আবেদন জানিয়েছেন জ্যোতিপ্রিয়র আইনজীবী। বলা হয়েছে, 'ওজন কমেছে জ্যোতিপ্রিয়র, কিডনির অবস্থাও ভাল নয়। এছাড়াও একাধিক রোগে ভুগছেন জ্যোতিপ্রিয়, অন্তত এক মাসের জন্য তাঁকে ছাড়া হোক'।
তবে এখনই হেফাজত থেকে ছাড়তে নারাজ ইডি। ইডির তরফে বলা হয়েছে, ইডি-র হাসপাতালে ওঁর চিকিৎসা হচ্ছে। আমরা মনে করি না বাইরে চিকিৎসার প্রয়োজন আছে, সওয়াল ইডি-র আইনজীবীর। 'রেশন দুর্নীতির সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী যে সরাসরি যুক্ত, তার তথ্যপ্রমাণ আছে, এই মূহূর্তে জামিন দিলে সমস্যা হবে, জামিন-আর্জির বিরোধিতায় সওয়াল ইডি-র। এ বিষয়ে আগামী সপ্তাহে রায় দেবেন বিচারক।
এদিকে, রেশন দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল রাজ্য সরকার। সেই রিপোর্টে বলা হয়েছে, গোটা রাজ্য জুড়ে এখনও পর্যন্ত রেশন দুর্নীতি সংক্রান্ত ৮৭টি অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে ৬৫টি মামলায়। ২০টি মামলার তদন্ত চলছে। বাকি, ২টি মামলা ত্রুটিপূর্ণ বলে দাবি রাজ্য সরকারের।
রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৭ জুনের মধ্যে রেশন দুর্নীতি নিয়ে, নিজেদের বক্তব্য জানাবে ED। এই মামলাতেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান।
সম্প্রতি, লালবাজারের তরফ থেকে, সমস্ত ডিভিশনের ডেপুটি কমিশনার, এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডেপুটি কমিশনারের কাছে পাঠানো হয় নির্দেশিকা। ২০১৯ সালের পয়লা জানুয়ারি থেকে ১৪ মার্চ ২০২৪ পর্যন্ত, কোথায় কোথায় রেশন দুর্নীতির অভিযোগ জমা পড়েছে? কী কী অভিযোগ জমা পড়েছে? দায়ের হওয়া FIR-গুলির নম্বর কী? কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে? সেই তথ্য জানতে চাওয়া হয় লালবাজারের তরফে।
এরপরই সোমবার কলকাতা হাইকোর্টে রেশন দুর্নীতি নিয়ে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে বলেছেন, রেশন দুর্নীতির যে ৬টি মামলায় কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল, সেগুলি আগামী ২৪ জুন পর্যন্ত বহাল থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে