অমিতাভ রথ, ঝাড়গ্রাম: রাস্তার পাশে রেশন (Ration) ডিলারের জমিতে পড়ে, নষ্ট হয়ে যাওয়া ছোলার বস্তা। চাঞ্চল্য গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কেন্দুয়ানা গ্রামে। অভিযোগ, গ্রাহকদের না দেওয়া ছোলাই ফেলে দিয়েছেন রেশন ডিলার। অভিযোগ অস্বীকার করেছেন ডিলারের বাবা। অন্যদিকে, রেশন সামগ্রী না নিয়ে বিক্ষোভ দেখালেন ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাহকরা। শুরু রাজনৈতিক তরজা।


নষ্ট হয়ে যাওয়া ছোলার বস্তা: রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। মন্ত্রিসভা থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে বহিষ্কারের দাবিতে বিজেপির মিছিল ঘিরে সরগরম শহর। এই প্রেক্ষিতে এবার রাস্তার পাশে মিলল নষ্ট হয়ে যাওয়া ছোলার বেশ কিছু বস্তা। চাঞ্চল্য ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়ার কেন্দুয়ানা গ্রামে। সরকারি ছাপ দেওয়া বস্তাগুলি পড়ে থাকতে দেখা যায় রেশন ডিলার মৃন্ময় মহন্তর ফাঁকা জমিতে।


গ্রাহকদের অভিযোগ, রেশনে যখন ছোলা দেওয়া হয়েছিল তখন তাঁরা তা পাননি। রেশন দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন ভয়ে ডিলার বস্তাগুলি নষ্ট করার চেষ্টা করেছেন। রেশন ডিলারের প্রতিক্রিয়া মেলেনি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তাঁর বাবা। অভিযুক্ত রেশন ডিলারের বাবা অশোককুমার মহন্ত বলেন, “ফাঁকা জমিতে কে বা কারা এসে ছোলা ফেলে দিয়ে গেছে সেটা আমি তো বলতে পারব না।’’ ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোপীবল্লভপুরের বিজেপি নেতা মণিচাঁদ পানি বলেন, “এখন রেশন দুর্নীতি নিয়ে যেভাবে ইডি অভিযান চালাচ্ছে তাই রেশন ডিলাররা প্রমাণ লোপাটের জন্য এগুলো ফেলে দিয়েছে মানুষকে না দিয়ে।’’


এদিকে রাজ্যে রেশন দুর্নীতির তদন্তের মধ্যেই এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মিলল একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড। এদিন সকালে রায়গঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়া এলাকায় রাস্তার ধার থেকে প্রায় ২০টি ডিজিটাল রেশন কার্ড উদ্ধার হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেশন কার্ডগুলি বাজেয়াপ্ত করে। কোথা থেকে এল এত ডিজিটাল রেশন কার্ড, কেনই বা সেগুলি রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, দুয়ারে রেশন প্রকল্পের রেশন সামগ্রী ফিরিয়ে দিয়ে বিক্ষোভ দেখালেন ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাহকরা।গ্রামবাসীদের অভিযোগ, গত চার মাস ধরে রেশনে আতপ চাল দেওয়া হচ্ছে। প্রতিবাদে চাল নিতে অস্বীকার করেন তাঁরা।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন রেশন বণ্টনকারী আধিকারিক।


আরও পড়ুন: Mahua Moitra: এথিক্স কমিটিতে হাজিরা সাংসদের, মহুয়া-জয় অনন্তের দ্বন্দ্ব কীভাবে পৌঁছল সংসদের অন্দরে?