কলকাতা: বাংলা আকাদেমি পুরস্কার দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তার প্রতিবাদে বাংলা আকাদেমির সম্মান প্রত্যাখ্যান করছেন লেখিকা তথা গবেষক রত্না রাশিদ বন্দ্যোপাধ্যায় (Ratna Rashid Banerjee)। ২০১৯-র বাংলা আকাদেমি সম্মান ফেরাচ্ছেন রত্না রাশিদ। ২০১৯-এ অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মান পেয়েছিলেন তিনি। দু'বারের বাংলা আকাদেমি পুরস্কার প্রাপক। 


মমতাকে পুরস্কার দেওয়ায় ক্ষুব্ধ রত্না রাশিদ


এবিপি আনন্দের মুখোমুখই হয়ে তিনি বলেন, "প্রতিবাদ স্বরূপ সম্মান ফেরাচ্ছি। উনি সাহিত্যিক নন। অন্তত আমার বিচারে আমাদের মুখ্যমন্ত্রী সাহাত্যিক নন"। কিন্তু মমতাকে যাঁরা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেন, তাঁরা সকলেই বিচক্ষণ ব্যক্তি। সাহিত্যের দিকপাল। রত্না রাশিদকেও তাঁরাই সম্মান দিয়েছিলেন।  তাঁদের কি অসম্মান করছেন না রত্না রাশিদ! 


পুরস্কার প্রদানকারীদের উপর যদিও ক্ষোভ নেই রত্না রাশিদের। তাঁর নিশানায় মূলত মমতাই। তিনি বলেন, "দিকপালরা না হয় দিচ্ছেন। কিন্তু আমাকে ডাকলেই আর আমি নাচব না। কোমরের জোর বুঝে নাচব। আমাকে দিলেি নেব কেন! ওঁর পুরস্কার নেওয়া উচিত হয়নি।"


আরও পড়ুন: Babul Supriyo: অবশেষে কাটল জট, ডেপুটি স্পিকারের পৌরহিত্যে বুধবার শপথ বাবুলের


ইতিমধ্যেই বাংলা আকাদেমির সভাপতিকে চিঠি লিখে পুরস্কার ফেরানোর কথা জানিয়েছেন রত্না। তাতে তিনি লেখেন, 'বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি শুধুমাত্র একটি ন্যক্কারজনক দৃষ্টান্ত তৈরি করেছে তাই নয়, এর মাধ্যমে বাংলা সাহিত্যের সত্যিকারের নিরলস চর্চায় নিবিষ্ট সমস্ত মানুষকে অপমান করা হয়েছে।’ ক্যুরিয়ারের মাধ্যমে প্রাপ্য সম্মান ফেরত পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।


নিরলস সাহিত্যচর্চার জন্য পুরস্কৃত করা হয় মমতাকে


চলতি বছর থেকেই বাংলা আকাদেমির ত্রিবার্ষিক পুরস্কার দেওয়া চালু হয়েছে। আর প্রথম বছরেই  মমতাকে ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য পুরস্কৃত করা হয়েছে।  সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের তথ্য-সংস্কৃতি দফতর। সেখানে পুরস্কার প্রাপক হিসেবে মমতার নাম ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 


ব্রাত্য জানান,  অন্য কাজের পাশাপাশি নিরলস সাহিত্য সাধনা চালিয়ে গিয়েছেন মমতা। তাই তাঁকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা আকাদেমি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা নিজেও। তবে নিজেহাতে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেননি তিনি। বরং তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন ব্রাত্যই।