হুগলি: শ্রীরামপুরে (Srirampore) দিল্লি রোডের (Delhi Road) উপর ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ২ ব্যক্তির। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। পর পর গাড়িতে ধাক্কা মারে বেপরোয়া লরি। এদিন দুপুর নাগাদ একটি গাড়ি ও তিনটি বাইককে ধাক্কা দিয়ে ইটের পাজায় আটকে যায় লরিটি। জানা গিয়েছে ডানকুনি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল লরিটি। আহতদের শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর দিল্লি রোড অবরোধ করে উত্তেজিত জনতা। একটি মৃতদেহ আটকে যায় লরির তলায়। আপাতত ক্রেন দিয়ে লরিটিকে সরানোর চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী । 


একই দিনে আরও দুর্ঘটনা:  সল্টলেকের করুণাময়ীতে দুর্ঘটনা। ফুটপাতে উঠে পড়ল পশ্চিমবঙ্গ সরকারের বোর্ড লাগানো বেপরোয়া গাড়ি। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ যাত্রীকে নামিয়ে করুণাময়ী যাওয়ার পথে, ৯ নম্বর ট্যাঙ্কের কাছে আইল্যান্ডের ওপর গাড়ি তুলে দেন চালক । সেই সময়ে গাড়়ির গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার । দুর্ঘটনার পর গাড়ি ফেলে পালিয়ে যান চালক । গাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে বিধাননগর পূর্ব থানার পুলিশ । 


দুর্ঘটনার কবলে গাড়ি: কিছুদিন আগেই সাতসকালে শহরে ফের দুর্ঘটনার কবলে বেপরোয়া গাড়ি । এয়ারপোর্ট যাওয়ার পথে, নিউটাউন কদমপুকুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টোদিকের লেনে গিয়ে পড়ে। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। চালক-সহ গাড়িতে ছিলেন ৩ তরুণ । কেউ আহত না হলেও, মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশ জানিয়েছে। চালক-সহ ওই তিনজনকে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ । মাসদুয়েক আগে একই জায়গায় পণ্যবাহী গাড়ির পিছনে ধাক্কা মেরে উল্টে যায় বেপরোয়া গাড়ি। একজনের মৃত্যু হয়।


এ দিনই খড়গপুরের পানাছত্র এলাকায় রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টরের পিছনে স্কুটারের ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একাদশ শ্রেণির ছাত্রের । মৃতের নাম সমীর বিশ্বাস । গুরুতর জখম হয়েছে আরও এক ছাত্র । তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । গতকাল রাতে খড়গপুর-বেলদা রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে । স্কুটারে চড়ে টিউশন থেকে ফিরছিল বছর সতেরোর দুই ছাত্র । ট্র্যাক্টর চালকের খোঁজ চলছে ।


আরও পড়ুন: Group C: 'প্রভাব খাটিয়ে পাওয়া চাকরি' খোয়ালেন তৃণমূল ঘনিষ্ঠ