শিবাশিস মৌলিক, কলকাতা : আজ কলকাতায় দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja/amp" data-type="interlinkingkeywords">পুজোর কার্নিভাল। রেড রোড জুড়ে চলছে প্রস্তুতি। তার আগে, নিরাপত্তার কারণ দেখিয়ে, চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থানে না বসার নির্দেশ দেয় ময়দান থানা। আন্দোলনকারীদের একাংশ পুলিশের আবেদনে সাড়া দিলেও, ধর্না অবস্থান চালিয়ে যাবেন বলেই জানান ২০০৯-এর রাজ্য সরকারি গ্রুপ সি চাকরিপ্রার্থীরা। আজ তাদের দেখা না গেলেও মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চে হাজির ২০১৭-র রাজ্য সরকারি গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা।


দুর্গাপুজোর কার্নিভালের জন্য চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে অবস্থানে নিষেধ রয়েছে পুলিশের। সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চে হাজির হন ২০১৭-র রাজ্য সরকারি গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা। তাঁদের সঙ্গে হাজির আইনজীবী কৌস্তুভ বাগচী। পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের বচসা শুরু হয়। তারপর তাঁরা এলাকা থেকে সরে যান বলেই খবর। আজ ৫৩ দিনে পড়ল ২০১৭-র রাজ্য সরকারি গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের অবস্থান।

৫৭২ দিন ধরে আন্দোলন
একদিকে, মহাসমারোহের জৌলুস, আরেকদিকে, অনিশ্চয়তার অন্ধকার। একদিকে, শুধুই আলো, চমক, নজরকাড়া স্টেজ, আরেকদিকে, রাস্তায়, খোলা আকাশের নীচে অনন্ত অপেক্ষা। একদিকে আনন্দ আয়োজন আরেকদিকে শুধুই বিষন্নতার হাহাকার ! শনিবার রেড রোডে পুজো কার্নিভাল। কার্নিভাল ভেনু থেকে থেকে মেরে কেটে দেড় কিলোমিটার দূরে, গান্ধীমূর্তির নিচে রাস্তার ওপর খোলা আকাশের নিচে ৫৭২ দিন ধরে আন্দোলন করছেন SSC চাকরিপ্রার্থীরা। আর তাই শনিবার ধর্নায় বসা যাবে না বলে আন্দোলনকারীদের নির্দেশ দেয় কলকাতা পুলিশ। তারপর শনিবার তাঁদের দেখা যায়নি শনিবার। 


' জীবনটা এখানে শেষ করে দিই? '
রাস্তার ওপর খোলা আকাশের নিচে ৫৭২ দিন ধরে আন্দোলন করছেন SSC চাকরিপ্রার্থীরা।  শুক্রবার অসুস্থও হয়ে পড়েন এক আন্দোলনকারী।  তাঁদের কাতর আর্তি, ' আমরা আর পারছি না। প্লিজ প্লিজ আমাদের ব্যবস্থা করুন।  ৫৭২ দিন। আর পারছি না। আমাদের সঙ্গী হাসপাতালে গেল। আপনারা কী চাইছেন? জীবনটা এখানে শেষ করে দিই? ' কিন্তু পুলিশের তরফে শুক্রবারই নির্দেশ আসে, কার্নিভালের দিন যেন ধর্নায় না বসা হয়। আন্দোলনকারীদের একাংশ পুলিশের আবেদনে সাড়া দিলেও, ধর্না অবস্থান চালিয়ে যাবেন বলেই জানান ২০০৯-এর রাজ্য সরকারি গ্রুপ সি চাকরিপ্রার্থীরা।