প্রকাশ সিনহা, কলকাতা: বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর (Recruitment Scam Document Recovery) বাড়িতে তল্লাশির পর মিলল নিয়োগ সংক্রান্ত নথি (TMC Councilor Debraj Chakraborty), খবর সিবিআই সূত্রে। নিয়োগ ছাড়াও মিলেছে বদলি সংক্রান্ত নথিও, জানা গিয়েছে সেই খবরও। কাউন্সিলরের বাড়িতে কীভাবে এই নথি এল, তা খতিয়ে দেখছে সিবিআই। এর সঙ্গে দুর্নীতির কোনওরকম যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।


আর যা...
গত কাল অর্থাৎ বৃহস্পতিবার, সকাল ৯টা ১০-এ দেবরাজ চক্রবর্তীর বাড়িতে অভিযান চালায় সিবিআই। দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি রাজারহাট-গোপালনগরের তৃণমূল বিধায়ক। রাজারহাট রোডে দেবরাজের তিনতলা বাড়ি। সিবিআই অফিসাররা যখন যান, তখন বাড়িতে ছিলেন না দেবরাজ। ৯টা ৪০-এ বাড়িতে ঢোকার আগে দেবরাজ জানান, তিনি বিষয়টি জানেন না। তবে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। বস্তুত, গত কাল দেবরাজ চক্রবর্তীর দু-দুটি বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে, রাজ্য়জুড়ে যে ৮টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় টিম, তার মধ্য়ে রয়েছে, যুব তৃণমূল নেতার তেঘরিয়ার বাড়ি ও দমদম পার্কের ফ্ল্য়াট।  পরে তিনি আরও জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন। সেই অনুযায়ী তল্লাশিও চালান তাঁরা। কিন্তু প্রাসঙ্গিক কিছু পাননি, দাবি করেন দেবরাজ। তৃণমূল কাউন্সিলরের আরও দাবি, শিক্ষায় নিয়োগের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত কোনও যোগ নেই তাঁর। দেবরাজের কথায়, 'আমি না প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যুক্ত, না আমি নিজে টিচার, পরিবারে কেউ টিচার নেই। ওঁরা মনে করেছেন আমার বাড়িতে আসা দরকার, এসেছেন, রেড করেছেন। ওঁরা যা যা ডিটেলস চেয়েছিলেন, ব্য়াঙ্ক স্টেটমেন্ট, ব্য়াঙ্কের পার্সোনাল ডিটেলস, যা যা চেয়েছিল দিয়েছি। '  যদিও সিবিআই সূত্রে খবর, দেবরাজের বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত নথি মিলেছে। 


বিধায়কের বাড়িতেও অভিযান...
একই সঙ্গে ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়ি ও কলেজেও তল্লাশি অভিযানে নিয়োগ সংক্রান্ত নথি মেলার দাবি করেছে সিবিআই। ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই হানার পর আনুমানিক প্রা১০০ ভরি সোনা মেলে, খবর সিবিআই সূত্রে। মিলেছে বালা, নেকলেস ও গলার হার, খবর সিবিআই সূত্রে। ওই বিপুল পরিমাণ সোনা কলকাতায় নিয়ে এসে একজন 'ভ্যালুয়ার'কে দিয়ে উদ্ধার হওয়া সোনার 'ভ্য়ালুয়েশন' করানো হবে, খবর সিবিআই সূত্রে। গত কালই তৃণমূল বিধায়কের বাড়ি থেকে নগদ ২৮ লক্ষ টাকা মিলেছিল, দাবি সিবিআইয়ের। 


আরও পড়ুন:প্রতিবেশীর মোষ ঢুকে পড়েছিল ঘরে, প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে