প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Recruitment Scam ) এবার সামনে এল এক 'রহস্যময়ী নারী'র নাম। যুব তৃণমূল নেতা ( TMC Leader ) কুন্তল ঘোষের ( Kuntal Ghosh )  মুখে, হৈমন্তী গঙ্গোপাধ্যায় ( Haimanti Ganguly ) নামে এক রহস্যময়ীর নাম উঠে এল। কে সেই 'হৈমন্তী'? কেন কুন্তল তাঁর নাম বললেন?



কোথায় সেই রহস্য়ময়ী 'হৈমন্তী'?

কুন্তলের দাবি, এই হৈমন্তী গাঙ্গুলি হলেন, গোপাল দলপতির স্ত্রী।  আর এই গোপাল দলপতির আসল নাম আরমান গঙ্গোপাধ্যায়। এই পরিস্থিতিতে খোঁজ মিলছে না গোপাল দলপতির। গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী-র নামে নথিভুক্ত মুম্বইয়ের এক সংস্থা সিরোকো পার্টনার্সের নাম। আর সূত্রের দাবি,  মুম্বইয়ের প্রাণকেন্দ্র নরিম্য়ান পয়েন্টস-এ না কী রহস্য়ময়ী হৈমন্তীর অফিস।                                  


সিবিআই সূত্রে দাবি,  হৈমন্তী গঙ্গোপাধ্যায় কোথায়? গোপাল দলপতিকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, উত্তরে গোপাল দলপতি বলেছিলেন, তিনি জানেন না। কয়েক বছর আগেই স্ত্রী ছেড়ে চলে গেছেন। তাঁর কোনও ফোন নম্বরও তাঁর কাছে নেই। গোপাল দলপতি দাবি করেছেন, কুন্তলের মুখে তিনি কালীঘাটের যে কাকুর কথা শুনেছিলেন, তাঁর কাছে যেত নিয়োগ দুর্নীতির টাকা।                    


এরপর থেকে এই রহস্যময়ীর খোঁজ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গোপাল দলপতি দাবি করেছেন, কুন্তলের মুখে তিনি কালীঘাটের যে কাকুর কথা শুনেছিলেন, তাঁর কাছে যেত নিয়োগ দুর্নীতির টাকা। অন্যদিকে, এবার কুন্তল ঘোষ দাবি করছেন গোপাল দলপতির স্ত্রীর কাছে যেত নিয়োগ দুর্নীতির টাকা। আর এর মধ্যেই, বুধবার গোপাল দলপতিকে তলব করেছিল সিবিআই। যদিও, হাজিরা দেননি তিনি। তার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না গোপাল দলপতিকে।


কুন্তল ঘোষ দাবি করছেন গোপাল দলপতির স্ত্রীর কাছে যেত নিয়োগ দুর্নীতির টাকা। বৃহস্পতিবার, আলিপুর কোর্ট থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় এই প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেন কুন্তল।
সাংবাদিক: টাকা কী জন্য তোলা হয়েছিল?
কুন্তল ঘোষ, নিয়োগ দুর্নীতিতে ধৃত: আমি একটাই কথা বলছি, যা জানে তা হৈমন্তী গাঙ্গুলি।
তাপসদাও জানে, তদন্তে যেটা উঠে এসেছে সেটা হল হৈমন্তী গাঙ্গুলি।           

সবমিলিয়ে এবার নিয়োগ দুর্নীতির তদন্তের আঁচ পড়তে চলেছে আরব সাগরের তীরেও। চলবে সেই রহস্যময়ীর খোঁঁজ।