প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) ধৃত জীবনকৃষ্ণ সাহার নিশানায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আলিপুর কোর্ট থেকে বেরনোর সময় ধৃত তৃণমূল বিধায়কের প্রশ্ন 'যাঁকে টিভিতে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন ? সেটা তদন্ত করুক। একধাপ এগিয়ে তাঁর খোঁচা, 'সিবিআই দফতরে যাঁর ফোন আসে, তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?' প্রিজন ভ্যানের বিতর থেকে সরাসরি শুভেন্দু অধিকারীর নামও করেন তিনি।
আর প্রিজন ভ্যান থেকে নেমে লকআপে ঢোকার মুখে ধৃত তৃণমূল বিধায়কের (TMC MLA) আরও দাবি, 'ক্যাগ রিপোর্টে দেখা যাচ্ছে, এক্সপ্রেসওয়ের ১ কিলোমিটার রাস্তা তৈরি করতে ২৫০ কোটি টাকা খরচ করা হয়েছে, সেটা নিয়ে তদন্ত হচ্ছে না কেন ?' একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন কেন্দ্রীয় এজেেন্সিকে নিশানা করেন জীবনকৃষ্ণ সাহা। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে অপর ধৃত কুন্তল ঘোষ এর আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। বহিষ্কৃত তৃণমূলের যুব নেতারও অভিযোগ ছিল, শুভেন্দু অধিকারীর ফোনের কল রেকর্ড পরীক্ষা করে দেখা হচ্ছে না কেন ?
এদিকে, ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই (CBI)। 'তদন্তের অগ্রগতি কোথায়? একমাস আগে শেষ রিপোর্ট দিয়েছিলেন', একমাস ধরে কি আর কোনও তদন্ত হয়নি? সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন বিচারকের। জেলে একজন বন্দিকে রাখতে সরকারের কত খরচ হয় জানেন ? সিবিআইয়ের আইনজীবীকে (Lawyer) প্রশ্ন বিচারকের ।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ই এপ্রিল মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার আন্দিতে, নিজের বাড়ি থেকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। সেই সময়ই প্রমাণ লোপাটের জন্য়, নিজের ২টি মোবাইলই তিনি বাড়ির পাশের পুকুরে ফেলে দেন বলে অভিযোগ। এরপর ৬৭ ঘণ্টার নাটকীয় টানাপোড়েন। পুকুর ছেঁচে ২ টি মোবাইল ফোনই উদ্ধার করা হয়। সিবিআই সূত্রে খবর, সেই ফোন থেকে উদ্ধার হয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ চ্য়াট। যেখানে চাকরিপ্রার্থীর সঙ্গে সরাসরি টাকার লেনদেন নিয়ে কথা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।
আরও পড়ুন- 'সম্পূর্ণ মিথ্যা', লাদাখ-ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন