প্রকাশ সিন্হা ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: নিয়োগ দুর্নীতির মামলায়, এবার প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এই মামলায় ধৃত, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে তাঁর কতবার দেখা হয়েছিল? দু'জনের মধ্য়ে কি টাকার লেনদেন হয়েছিল? জিজ্ঞাসাবাদে তা জানতে চাওয়া হয় বলে সিবিআই সূত্রে দাবি।


ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর অত্য়ন্ত ঘনিষ্ঠ : CBI


নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর বাড়ি, ফ্ল্য়াট এবং আশ্রমে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এবার প্রাক্তন তৃণমূল নেতা, বিভাস অধিকারীকে, নিজাম প্য়ালেসে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বিভাস অধিকারী তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। সিবিআই সূত্রে দাবি, ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর অত্য়ন্ত ঘনিষ্ঠও ছিলেন তিনি।


'কার হিম্মত আছে, মানিককে বাদ দিয়ে কলেজ চালাবে..'


গোয়েন্দা সূত্রে দাবি, এই প্রেক্ষাপটে বিভাস অধিকারীর কাছে জানতে চাওয়া হয়, তিনি জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে কতদিন ধরে চিনতেন? কতবার তাঁদের মধ্য়ে দেখা হয়েছিল? তাঁদের মধ্য়ে কি কোনও আর্থিক লেনদেন হয়েছিল? প্রাক্তন তৃণমূল নেতা  বিভাস অধিকারী বলেছেন, 'তথ্য় চেয়ে পাঠানো হয়েছিল। মন্দির, কলেজ নিয়ে। জিজ্ঞেস করেছেন চাকরি দিয়েছেন। আপনারা দেখান। কার হিম্মত আছে, মানিককে বাদ দিয়ে কলেজ চালাবে। সিবিআই তদন্ত করে দেখুক।' 


'বিভাস অধিকারীর নাম প্রথম শোনা যায়, ধৃত কুন্তল ঘোষের মুখে'


নিয়োগ দুর্নীতির তদন্তে নাম উঠে এসেছে বিভাস অধিকারীর। অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ছিলেন। তিনি D.El.Ed কলেজের মালিকও।স্থানীয়দের দাবি, কলেজ লাগোয়া সৎসঙ্গ মিশন কলেজ অফ ফার্মেসিরও মালিকও বিভাস।বিভাস অধিকারীর নাম প্রথম শোনা যায়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের মুখে।


গোপাল দলপতির মুখেও উঠে এসেছিল বিভাসের নাম!


 এরপর সিবিআইয়ের স্ক্যানারে থাকা গোপাল দলপতির মুখেও উঠে এসেছিল বিভাসের নাম! সিবিআই সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তাপস মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই একই কাজ করতেন বিভাস অধিকারী। তাপস মণ্ডলের বয়ানেও একাধিকবার বিভাস অধিকারীর নাম উঠে এসেছে বলে সূত্রের দাবি। 


আরও পড়ুন, জেলে মোবাইল ফোনের জন্য বারবার বায়না জ্যোতিপ্রিয়র


যাদের চিনি, তাদের কথা বলেছি : প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী


বেরোনোর সময় প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী বলেছেন, যাদের চিনি, তাদের কথা বলেছি। কোথায় টাকা দিয়ে দুর্নীতি করেছে জানা নেই। বুধবার নিজাম প্য়ালেসে প্রায় চারঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বিভাস অধিকারীকে। তাঁকে বেশ কিছু নথিও আনতে বলা হয়েছিল বলে সূত্রের দাবি।