নয়াদিল্লি: ঐশ্বর্যা রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) সম্পর্কে কটূক্তি করেছিলেন। তার জেরে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়ে তাঁকে। এবার নিজের সেই মন্তব্যের জন্য এবার সর্বসমক্ষে ক্ষমা চাইলেন প্রাক্তন পাকিস্তান তারকা আব্দুল রজ্জাক (Abdul Razzaq)। ভুলবশত তিনি ঐশ্বর্যার নাম নিয়ে ফেলেছিলেন বলে দাবি রজ্জাকের।


চলতি বিশ্বকাপে পাকিস্তান দল প্রচুর প্রত্যাশা নিয়ে এদেশে এলেও, সেমিফাইনালেও পৌঁছতে পারেননি বাবর আজমরা। নয়টি গ্রুপ পর্বের ম্যাচের মধ্যে মাত্র চারটি জয় এবং পাঁচটি ম্যাচ পয়েন্ট তালিকায় পাঁচে শেষ করে পাকিস্তান। ব্যর্থতার জেরে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় বাবর আজমদের। তাঁদের সমালোচনা করতে গিয়েই ঐশ্বর্যা সম্পর্কে কটূক্তি করেন রজ্জাক। এর জেরে নেটিজেন তো বটেই, তাঁর প্রাক্তন সতীর্থ শোয়েব আখতারও তাঁকে সমালোচনায় বিদ্ধ করেন।


প্রবল সমালোচনার সম্মুখীন হয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে এক ভিডিওতে রজ্জাক বলেন, 'আমি আব্দুল রজ্জাক। কাল আমরা এক সাংবাদিক সম্মেলনে ক্রিকেট কোচিং এবং মানসিকতা নিয়ে আলোচনা করছিলাম। আমি ভুলবশত সেখানে ঐশ্বর্যা রাইয়ের নাম নিয়ে ফেলি। আমি এর জন্য ব্যক্তিগতভাবে ওর কাজে ক্ষমা চাইছি। নিজের মন্তব্যের মাধ্যমে কাউকে আঘাত দেওয়াটা একেবারেই আমার উদ্দেশ্য ছিল না। আমি অন্য একটা উদাহরণ দিতে গিয়ে ভুলবশত ওর নাম নিয়ে ফেলেছি।'


প্রসঙ্গত, বিশ্বকাপের ব্যর্থতা জেরেই নিজের অধিনায়কত্ব পদ থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। বিশ্বকাপ শেষেই তাঁর অধিনায়কত্ব যেতে পারে বলে জোর জল্পনা চলছিলই। সেই জল্পনাই অবশেষে সত্যি হল। পাকিস্তান অধিনায়ক হিসাবে সব ফর্ম্যাট থেকে সরে দাঁড়ালেন বাবর। 


অধিনায়কত্ব থেকে পদত্যাগ প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ায় বাবর লেখেন, ''তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি আমি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল, কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও আমি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলব। নতুন অধিনায়ককে সব রকম সাহায্য করব। আমার সব অভিজ্ঞতা ভাগ করে নেব তাঁর সঙ্গে। ২০১৯ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আমাকে ফোন করা হয়। সেই ঘটনার কথা আমার স্পষ্ট মনে আছে। আমাকে এরপরই অধিনায় করা হয়। চার বছর ধরে আমি নেতৃত্ব দিয়েছি। মাঠে এবং মাঠের বাইরে অনেক ভাল এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। সব সময় চেষ্টা করেছি ক্রিকেট বিশ্বে পাকিস্তানকে গর্বিত করতে।''


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সচিনের