প্রকাশ সিনহা, তেহট্ট : নিয়োগ-দুর্নীতিতে (Recruitment Scam) তাপস সাহাকে (Tapas Saha) সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। সকাল ৬টা নাগাদ তেহট্টের বিধায়কের বাড়ি থেকে বেরোন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা (Officials of Central Agency)। বিধায়কের বাড়ির পিছনে পোড়া নথি দেখে তল্লাশি চালায় সিবিআই। পুকুরের পিছনে ঝোপে তল্লাশি চালানো হয়। বিধায়কের গাড়িতেও তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। তাঁর দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।


এদিকে তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়ালের হাওড়ার বাড়িতে গতকাল তল্লাশি চালানোর পর আজ সকালে তাঁর তেহট্টের বয়ারবাঁধা গ্রামের বাড়িতে যান কেন্দ্রীয় এজেন্সিক আধিকারিকরা। এই প্রবীর কয়াল অ্যান্টি কোরাপশন ব্র্যাঞ্চের আধিকারিকদের কাছে বয়ান দিয়েছিলেন, ৪০ লক্ষ টাকা তাঁকে তাপস সাহা কমিশন বাবদ দিয়েছিলেন। সেই টাকা দিয়েই সম্পত্তি কেনা হয়েছিল।


বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির। ঠিক ৪ দিনের মাথায় সিবিআই পৌঁছে যায় আরেক তৃণমূল বিধায়কের দুয়ারে ! এবার তাদের স্ক্য়ানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। তাপসের বাড়ি, অফিস, তিনি যে কলেজের পরিচালন সমিতির সভাপতি, সেই কলেজের অফিস। এমনকি, কলেজের ছাদে পর্যন্ত উঠে তল্লাশি চালায় সিবিআই।


নিয়োগ দুর্নীতির তদন্তে এখনও অবধি তিন বিধায়ক গ্রেফতার হয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহা। আর শুক্রবার সিবিআই হানা দিল আরেক তৃণমূল বিধায়ক তাপস সাহার তেহট্টের বাড়িতে। শুক্রবার দুপুর সাড়ে ৩টেয়
সিবিআইয়ের একটি বড় টিম পৌঁছে যায় তেহট্টে তাপস সাহার বাড়িতে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধায়কের বাড়ি, বাড়ি লাগোয়া বিধায়ক কার্যালয় কার্যত ঘিরে ফেলা হয়।


বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে সিবিআইকে কার্যত ঘোল খাইয়েছিলেন। পুকুর ছেঁচে সেই ফোন উদ্ধার করতে প্রায় তিন দিন পেরিয়ে যায়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সিবিআই প্রথমেই তাপস সাহার ফোন বাজেয়াপ্ত করে। তৃণমূল বিধায়কের অফিসের আলমারি খুলে যাবতীয় ফাইল-পত্র ঘেঁটে দেখতে শুরু করেন গোয়েন্দারা।


প্রসঙ্গত, গতকাল তাপসের বাড়িতে সিবিআই হানার মধ্যেই ভাইরাল হয় ভিডিও। সেখানে দেখা যায়, কেন্দ্রীয় গোয়েন্দারা পৌঁছনোর একঘণ্টা আগে গামছা গলায়, হাফ প্যান্ট পরে তৃণমূল বিধায়ক বসে আছেন পুকুর পাড়ে। কী পোড়ানো হয়েছিল ? কোনও গুরুত্বপূর্ণ নথি? তার খোঁজে আজ সকালে পুকুর-পাড়ে তল্লাশি চালায় সিবিআই।


আরও পড়ুন ; পোড়া চিহ্নের হদিশ! পুকুরপাড় থেকে তাপস সাহার নামে নথি উদ্ধার