প্রকাশ সিনহা, কলকাতা: জীবনকৃষ্ণর (Jibankrishna Saha) পুকুরকাণ্ডের পর তাপস সাহারও (Tapas Saha) পুকুর-যোগ? পুকুরপাড়েই কি নথি পুড়িয়েছেন তৃণমূল বিধায়ক তাপস? তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়ির পিছনের পুকুরপাড়ে পোড়া চিহ্ন! পুকুরপাড় থেকে উদ্ধার তাপস সাহার নামে নথি। সিবিআই পৌঁছনোর ঘণ্টাখানেক আগে পুকুরপাড়ে ছিলেন তাপস, দাবি স্থানীয়দের। তেহট্টের তৃণমূল বিধায়কের ছবি ভাইরাল। সিবিআই যাওয়ার আগে পুকুরপাড়ে কী করছিলেন তাপস? উঠছে প্রশ্ন। 


তাপস সাহার পুকুর-যোগ? তাপস সাহার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পুকুর। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দুপুর আড়াইটে নাগাদ পুকুরপাড়ে বসে রয়েছেন তাপস সাহা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এদিন তাপস সাহার বাড়িতে সিবিআই পৌঁছয় বেলা সাড়ে ৩টে নাগাদ। অর্থাৎ ভিডিও অনুযায়ী, তার এক ঘণ্টা আগেই পুকুরপাড়ে গিয়েছিলেন তাপস সাহা।  পুকুরপাড়ে পড়ে রয়েছে তাপস কুমার সাহা লেখা একটি নথি। উল্লেখ রয়েছে তাঁর বাবার নামেও। ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিও পৌঁছে গিয়েছে সিবিআইয়ের হাতেও। ভাইরাল হওয়া এই ভিডিওতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, কেন সিবিআই সেখানে পৌঁছনোর আগে পুকুরপাড়ে গিয়েছিলেন? যে নথি উদ্ধার হয়েছে সেই নথিই বা সেখানে এল কী করে? 


হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের ৩ দিন পর তাপস সাহার বাড়িতে পৌঁছলেন তদন্তকারী অফিসাররা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তৃণমূল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাঁর বাড়িতে ও বাড়ি লাগোয়া তাঁর কার্যালয়ে তল্লাশি শুরু হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন। 


এর আগে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশির সময় পুকুর যোগ সামনে আসে। শুক্রবার, জিজ্ঞাসাবাদ চলাকালীন বিকেল সোয়া ৫টা নাগাদ দুটি ফোন বাড়ির পুকুরে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। ৬৬ ঘণ্টা ধরে তন্নতন্ন করে তল্লাশির পর, পুকুর থেকে উদ্ধার হল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল ফোন। সিবিআইয়ের তল্লাশি-অভিযান শুরুর ৪ দিন পর, সোমবার বেলা ১২টা ১৪ মিনিটে উদ্ধার হয় সাদা কাগজ জড়ানো, প্লাস্টিকে মোড়া দ্বিতীয় ফোনটি। সাড়ে ৩৮ ঘণ্টা তল্লাশির পর, রবিবার সকালে বিধায়কের প্রথম ফোন উদ্ধার হয়েছিল। তবে দীর্ঘক্ষণ জলের মধ্যে থাকায়, ফোন দুটি কতটা অক্ষত রয়েছে তা নিয়ে সংশয় রয়েছে সিবিআই আধিকারিকদের। 


আরও পড়ুন: Howrah News: ফের চোখ রাঙাচ্ছে করোনা, হাওড়ার হাসপাতালে খোলা হল কোভিড ওয়ার্ড