রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সাড়ে ১০ ঘণ্টা পার, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বিধায়ক ২টি মোবাইল ফোন বাড়ির পুকুরে ফেলে দিয়েছেন। সেই ফোনের খোঁজে টানা তল্লাশি চালাচ্ছে সিবিআই। পুকুরের জল তুলে ফোনের খোঁজ করছে সিবিআই।
কী রয়েছে ওই ২টি ফোনে?
আমবাগান থেকে ফটোকপির দোকান- বিধায়ককে নিয়ে গিয়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সকাল থেকে বড়ঞার আন্দিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি, অফিস, আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। তদন্তে বিভিন্ন জনের মুখে তৃণমূল বিধায়কের নাম উঠে এসেছে বলে দাবি সিবিআইয়ের, এমনটাই খবর সূত্রের। তল্লাশিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে দাবি সিবিআইয়ের। চাকরিপ্রার্থীদের তালিকা, কোন সময়ে কত টাকা দেওয়া হয়েছে, তার নথিও পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআইয়ের, খবর সূত্রের।
এদিন নিয়োগ দুর্নীতির তদন্তে একসঙ্গে মুর্শিদাবাদ-বীরভূমের ৬টি জায়গায় সিবিআই তল্লাশি করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ, বড়ঞার আন্দিতে, বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যায় সিবিআইয়ের টিম, শুরু হয় তল্লাশি। সূত্রের খবর, জীবনকৃষ্ণ সাহাকে অফিসে বসিয়ে, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন CBI আধিকারিকরা। বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। CBI সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে বিভিন্ন জনের মুখে উঠে এসেছে, বড়ঞার তৃণমূল বিধায়কের নাম। অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করতেন বলেও জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে অভিযোগ।
দুর্নীতির প্রেক্ষাপট...
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বহুদিন ধরেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরের তৃণমূল নেতা-কর্মী বা তাঁদের ঘনিষ্ঠদের নাম জড়িয়েছে এই দুর্নীতির সঙ্গে। কখনও নথি উদ্ধার হয়েছে। কখনও বহু সম্পদ উদ্ধার হয়েছে। এবার বড়সড় অভিযান সিবিআইয়ের। নিয়োগ-দুর্নীতি মামলায় আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যও। অন্য দিকে, গরু চুরি মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও। তা ছাড়াও একাধিক যুব তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। সব মিলিয়ে এমনিতই অস্বস্তিতে শাসকদল। এবার শাহি-সফরের সময় ফের একযোগে ছয় জায়গায় তল্লাশি অভিযান সিবিআইয়ের।