কলকাতা: নবম-দশমে নিয়োগ মামলায় CBI-র নতুন চার্জশিট। আলিপুর বিশেষ আদালতে CBI-চার্জশিটে এজেন্ট আব্দুল খালেক। চাকরি দেওয়ার নামে ৪ থেকে ৫ লক্ষ টাকা করে আদায়ের অভিযোগ খালেকের বিরুদ্ধে। CBI-এর চার্জশিটে সহকারী শিক্ষকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ।
আরও পড়ুন, 'বিভিন্নভাবে শারীরিক নিগ্রহ', এবার নারী নির্যাতনের অভিযোগ শান্তিপুরের তৃণমূল নেতার বিরুদ্ধে !