প্রকাশ সিনহা, কলকাতা : মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়ার পর এবার কোচবিহার। উত্তরবঙ্গের কোচবিহারের (Cooch Behar) ২৩ জন শিক্ষককে তলব সিবিআই-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড-সহ এই শিক্ষকদের আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে (Nizam Palace)। প্রাথমিক টেট মামলায় এই শিক্ষকদের তলব করে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন তথ্য পেতে চায় সিবিআই। ২০১৪-র টেটে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁরা। এই শিক্ষকরা নতুন করে তলব হওয়াতে ফের জোরাল হয়েছে জল্পনা। কারণ, কিছুদিন আগেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক।
কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বড়সড় পদক্ষেপ করে আদালত। প্রথমবার গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের নবগ্রামের চার অযোগ্য শিক্ষককে। ঘুষ দিয়ে চাকরি কেনার অভিযোগে তাঁদের গ্রেফতার করার নির্দেশ দেয় আলিপুর আদালত (Alipore Court)। গত সোমবার সমন করে, এই ৪ শিক্ষককে আদালতে তলব করা হয়। তারপর আদালত কক্ষ থেকেই গ্রেফতার করে ৪ জনকে জেলে পাঠান আলিপুরের বিশেষ CBI আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।
CBI-এর চার্জশিটে সাক্ষী হিসাবে নাম ছিল গ্রেফতার হওয়া এই চার অযোগ্য শিক্ষকের। কিন্তু টাকা দিয়ে যাঁরা চাকরি কিনেছেন, তাঁদের কেন সাক্ষী হিসাবে দেখানো হয়েছে, আগেই এই প্রশ্ন তুলে ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারক। এনিয়ে তদন্তকারী অফিসারকে শোকজও করেছিলেন বিচারক। এরপরই তাঁদের তলব করে গ্রেফতার করা হয়।
পর্যবেক্ষণে বিচারক বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় বা কুন্তল ঘোষরা টাকা চাইতে যাননি। এরাই টাকা দিয়েছেন। এরা কীভাবে সাক্ষী হতে পারেন ? এরপরই, জামিনের আবেদন খারিজ করে ৪ জনকে গ্রেফতার করার নির্দেশ দেন বিচারক। যারপর থেকেই নিয়োগ দুর্নীতি নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা।
আর চার অযোগ্য শিক্ষকের গ্রেফতারির পরই একে একে বাকি বিভিন্ন জেলার শিক্ষকদের সিবিআই ডেকে পাঠানো নিয়েও তরজা জারি। কারণ CBI-সূত্রে দাবি, টাকা দিয়ে চাকরি পেয়েছেন এরকম কয়েক হাজার অবৈধ শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে মাত্র কয়েক জনকে গ্রেফতার করলে ভুল বার্তা যাবে। যেহেতু এরা তদন্ত সহযোগিতা করছেন, তাই এঁদের গ্রেফতার করলে বাকিদের কাছে ভুল বার্তা যাবে। তাই গ্রেফতার না করে, সাক্ষী হিসাবে চার্জশিটে ৪ জনের নাম রাখা হয়েছিল। যদিও সেই যুক্তি আদালত খারিজ করে দিয়েছিল।
আরও পড়ুন- TMC অঞ্চল সভাপতির হাতে বান্ডিল বান্ডিল নোট ! ভাইরাল ভিডিওয় তোলপাড়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন