কলকাতা: এক মামলায় জামিন পেলেও জেলেই থাকতে হচ্ছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Ganguly)। দুপুরে গ্রুপ সি (Group C) মামলায় জামিন পান মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। রাতে নবম-দশম মামলায় ফের গ্রেফতার করা হল তাঁকে। নবম-দশমে শিক্ষক নিয়োগ-দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতারের আবেদন জানায় সিবিআই। সিবিআইয়ের (CBI) আবেদনে সাড়া দিয়ে জেলেই কল্যাণময়কে রাখার নির্দেশ আদালতের। ৬ ডিসেম্বর পর্যন্ত প্রাক্তন পর্ষদ সভাপতিকে ফের জেল হেফাজতের নির্দেশ। 


হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে, টাকার বিনিময়ে অযোগ্য়দের চাকরি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর নিজাম প্য়ালেসে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। প্রায় ১ বছর আড়াই মাসের মাথায়, বুধবার SSC-র গ্রুপ সি মামলায় তাঁকে জামিন দেয় হাইকোর্ট। এদিন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, এখনও পর্যন্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কোনও নথি বা আয় বহির্ভূত সম্পত্তির হিসাব দেখাতে পারেনি তদন্তকারী সংস্থা। এক বছরের ওপর তদন্ত চলছে, নিয়োগপত্র ও প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত করেছে CBI, ফলে তথ্য বিকৃত করার সুযোগ নেই বলেই মনে করছে আদালত। মামলার একটা বড় অংশের সাক্ষী সরকারি আধিকারিক। তাঁদের জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই সমপূর্ণ হওয়ায়, সাক্ষীদের প্রভাবিত করার বা ভয় দেখানোর সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করে আদালত।

পাল্টা সিবিআইয়ের তরফে বলা হয়, নিয়োগ দুর্নীতি মামলায় দুটি চার্জশিট দাখিল হয়েছে। তৃতীয় অতিরিক্ত চার্জশিটও দ্রুত দাখিল করা হবে। নিয়োগ দুর্নীতির সুড়ঙ্গের শেষে আলো দেখা যাবে বলে আশাপ্রকাশ করে, এদিন বিচারপতিরা বলেন, সরকারি পদ ব্যবহার করে কল্যাণময় গঙ্গোপাধ্যায় দুর্নীতি করলেও এই মুহূর্তে তিনি আর শিক্ষা দফতরের পদে নেই। ফলে একই ধরনের অপরাধ তিনি ফের করতে পারেন, এমন সম্ভাবনাও নেই। এরপরেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দেয়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে কলকাতা পুর এলাকার মধ্যেই থাকতে হবে। বিধাননগর কমিশনারেট ও পার্ক স্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না তিনি।নিম্ন আদালতে নিজের পাসপোর্ট জমা করতে হবে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে।তবে হাইকোর্ট জামিন দিলেও, একইদিনে SSC-র নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নতুন করে গ্রেফতারের আবেদন জানিয়ে, আলিপুরের আদালতে রিপোর্ট জমা দেয় CBI। CBI-এর দাবিতে মান্য়তা দেয় আদালত। ৬ ডিসেম্বর পর্যন্ত কল্য়াণময় গঙ্গোপাধ্যায়কে জেল হেফাজতে পাঠায় আলিপুর আদালত। ফলে একটি মামলায় জামিন মিললেও, কল্য়াণময়ের ঠিকানা আপাতত জেলই।


আরও পড়ুন: South Bengal Weather: নভেম্বরের শেষে হাওয়া বদল, বাড়ছে তাপমাত্রা, কবে ফিরবে শীত?