কলকাতা: উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।

আবহাওয়ার আপডেট:

ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। দক্ষিণ আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তা অতি-গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে তার অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এরপর শক্তি বাড়িয়ে তা গতিপথ পরিবর্তন করতে পারে। অতি গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে শুক্রবার। এবার তার নাম হবে ‘মিগজাউম’। আর তার জেরে বাড়বে তাপমাত্রা। আগামীকাল ফের কলকাতায় কুড়ি ডিগ্রির ওপরে উঠবে পারদ। আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আপাতত রাতের তাপমাত্রা বাড়বে, কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাতে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে।

শীতের পথে কাঁটা। আগামীকাল কোথায় কেমন আবহাওয়া?

 

District Weather Forecast(30/11/2023)
District Min Temp Max Temp Weather
কলকাতা 21.0 29.0
Partly cloudy sky
উত্তর ২৪ পরগনা 20.0 29.0
Partly cloudy sky
হুগলি  20.0 29.0
Partly cloudy sky
নদিয়া 20.0 29.0
Partly cloudy sky
পূর্ব বর্ধমান  19.0 29.0
Partly cloudy sky
পুরুলিয়া  15.0 28.0
Partly cloudy sky

ভৌগলিক দিক থেকে দেখতে গেলে উত্তরবঙ্গে তুলনায় দক্ষিণবঙ্গের পরিসর অনেক বেশি। জেলার সংখ্যাও বেশি। তবে তাপমাত্রার তারতম্য রয়েছে। যেমন পশ্চিমাংশের জেলাগুলির তাপমাত্রা আর অপেক্ষাকৃত দক্ষিণের জেলার তাপমাত্রার পার্থক্য থাকে খুব বেশি। শুধু শীতকাল নয় গ্রীষ্মকালেও এই পার্থক্য স্পষ্ট অনুভূব করা যায়। 

উত্তরে মনোরম আবহাওয়া: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাতে শুকনো আবহাওয়া থাকবে আরও ৪-৫ দিন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Midnapore: ঢেলে সাজানো হচ্ছে গাঁধীঘাট, কংসাবতীর পাড়ে এবার সন্ধ্যারতির আয়োজন