তমলুক: কলকাতা হাইকোর্টের (Calcutta high Court) ডিভিশন বেঞ্চের চাকরি বাতিলের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে ধাক্কা খেল রাজ্য, পর্ষদ ও এসএসসি। তারপরেই ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং রাজ্য সরকারকে নিশানা করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।  


এদিন চাকরি বাতিলের মামলা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court on SSC Scam Verdict)) পর্যবেক্ষণের পরে সেই বিষয়ে প্রশ্ন করা হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)) বলেন, 'অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন তার উত্তর দিক না ওরা। কেন ওএমআর তথ্য নষ্ট করে দেওয়া হল, তার উত্তর তো পাওয়া যায়নি। প্যানেলে ছিল না তাঁর কেন চাকরি করবেন।'


এই দুর্নীতিতে কারা সুবিধাভোগী তা খুঁজে দেখার বিষয়টি ফের উঠেছে। তা নিয়ে প্রশ্ন করতেই সরাসরি মুখ্যমন্ত্রীকেই নিশানা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর তোপ, 'সুবিধাভোগী? প্রথম সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো। তাঁদের এক্ষুণি সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছি। তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার কোনও যোগ্যতা নেই।'


হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশের পরে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেছিলেন, 'যারা এত টাকা এত গরিব ছেলেমেয়েরা, যোগ্য ছেলেমেয়েরা পড়াশুনা করেছে, কেউ এমএ পাস করেছে, কেউ বিএ পাস করেছে, কেউ বিএড পাস করেছে। তাঁরা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে। হ্যাঁ যদি ১ টা ২ টো কেসে ভুল থাকে বললে আমরা শুধরে নেব। তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে?' আক্রমণ করেছিলেন- বলেছিলেন, 'লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাইবোনটার চাকরি চলে যেত, তুই তাহলে কী করতিস? তোর টাকার প্রয়োজন নেই কারণ তুই ভাজপা মেশিনে ঢুকে গেছিস। তার কারণ নিজের টাকা বাঁচাতে।' সেই প্রসঙ্গ তুলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আপনারা তো বলেছিলেন হাইকোর্ট না কি বিজেপির কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টকে কী বলবেন? বিজেপির কোর্ট? সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলি তুলেছেন তার উত্তর কোথায়।'


অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত যারা নিয়েছেন তাঁদের উপর সিবিআইয়ের কড়া পদক্ষেপের বিষয়ে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'সারা মন্ত্রিসভা সিবিআই হেফাজতে চলে যেত। এই ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে দিয়েছিল যারা অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্তের পিছনে ছিল তাঁদের জিজ্ঞাসাবাদ করতে হবে, তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। শুধু সেটাতে স্থগিতাদেশ দিয়েছে। চাকরি বাতিল নিয়ে তো কিছু বলেনি।'


প্যানেলে না থেকেও চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। তিনি সেই বিষয় নিয়েই তোপ দেগেছেন। 'এমন হওয়াটা, ভয়ঙ্কর দুর্নীতি', তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ২৬ হাজার চাকরি-বাতিলের নির্দেশ বহাল! নিয়োগ-মামলা নিয়ে কী জানাল সুপ্রিম কোর্ট?